If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

এরপর কী শেখা যায়

জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবপেজে কর্মসম্পাদন শেখার জন্য অভিনন্দন!

নতুন এইচটিএমএল (HTML) এর বৈশিষ্ট্য ব্যবহার

"HTML5" (এইচটিএমএল 5) এর অংশ হিসেবে ব্রাউসারে অনেক কার্যকারিতা যোগ করা হয়েছে এবং আমরা আমাদের কোর্সে এটার সবকিছু দেখাতে পারিনি। উদাহরণস্বরূপ, মাল্টিমিডিয়া, স্টোরেজ এবং গ্রাফিক্স স্লাইডগুলো দেখা উচিত অথবা আগ্রহী বিষয়গুলো ইন্টারনেটে খুঁজে দেখা উচিত।

ওয়েবপেজ ডাটা নিয়ে আসা

অনেক ওয়েবপেজ, ব্যবহারকারীদের ডাইনামিক ডাটা ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে, যেমন কোন একটি ডেটাবেজ অথবা সার্ভিস।  যদি ওয়েবপেজ নিজের সার্ভারে রাখা থাকে তাহলে এটাকে AJAX এর মাধ্যমে নিয়ে আসা যায়। বাহিরের কোন সার্ভার হতে ডাটা আনলে এবং ওই সার্ভার হতে অন্যদের কাছে ডাটা পাঠাতে সক্ষম হলে, তাদের এপিআই অথবা JSONP দিয়ে নিয়ে আসা যায়।
উদাহরণস্বরূপ, খান একাডেমির একটি API explorer আছে যা দিয়ে ডাটা দেখা যায় এবং ডাটা নিজস্ব সার্ভারে নেওয়া যায় এবং এই খান একাডেমির ওয়েবপেজে API টি ব্যবহার করা হয়েছে।
Note that our webpages environment only allows you to bring in data from certain servers, and those servers must be called via SSL (https://). Check your developer console to see if you're trying to bring in data from a not-allowed server.

নতুন বিষয় শেখার জন্য আগ্রহী থাকা

ব্রাউজারগুলো মাঝে মাঝেই উন্নয়ন ঘটিয়ে থাকে এবং ওয়েব ডেভেলপমেন্টের সংগঠন খুবই সক্রিয় একটি দল। সময়ের সাথে সাথে যে পরিবর্তন ঘটে তার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। একটি ভাল উপায় হল সাপ্তাহিক HTML5 এবং সাপ্তাহিক JavaScript এ সাবস্ক্রাইব করে রাখা; এটা হল বিভিন্ন তথ্য এবং ডেমো সম্বলিত নিউজলেটার। অবশ্যই, যখন নতুন কিছু শেখা হয়, এটির কার্যপ্রক্রিয়া জানা আবশ্যক।
অনুশীলন, অনুশীলন, অনুশীলন!

আলোচনায় অংশ নিতে চাও?

ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।