মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 6
পাঠ 1: তোমার ওয়েবপেজটি ইন্টারেক্টিভ হিসেবে তৈরি করপর্যালোচনা : জাভাস্ক্রিপ্ট
এখানে থাকা প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা উচিত, যেটা আমাদের খান একাডেমির জাভাস্ক্রিপ্টের পরিচিতি কোর্সে আছে:
- চলক (Variable): কীভাবে চলক সংজ্ঞায়িত করতে হয়, কোন একটি কাজ সম্পন্ন করতে নির্দেশ দিতে হয় এবং লোকাল বনাম গ্লোবাল স্কোপের মধ্যে তুলনা।
- ডাটার ধরণ (Data type): সংখ্যা, বুলিয়ান, স্ট্রিং, অ্যারে এবং অবজেক্ট।
- ফাংশন (Function): কীভাবে কোডকে শ্রেণিবদ্ধ করে ফাংশনে পরিণত করতে হয়, ফাংশনে আর্গুমেন্ট পাঠানো এবং মান রিটার্ন করা হয়।
- কন্ডিশনাল (Conditional): if/else স্টেটমেন্ট এবং লজিকাল রাশি (expression - এক্সপ্রেশন) কীভাবে ব্যবহার করতে হয়।
- লুপ (Loop): while এবং for লুপ ব্যবহার করে কীভাবে একটি কোডকে পুনরাবৃত্তির মাধ্যমে ব্যবহার করতে হয়।
এরপর কুইজ দিলেই কোর্সটির কার্যকারিতা অনুধাবন করতে পারবে।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।