If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 2

পাঠ 4: সিএসএস টেক্সট বৈশিষ্ট্যসমূহ (CSS text properties)

সিএসএস জেন গার্ডেন (CSS Zen Garden)

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## তুমি অনেকগুলো HTML ট্যাগ দেখেছো, এই কোর্সের বাকী আলোচনা হবে CSS কী এবং CSS দিয়ে তুমি কী কী কাজ করতে পারবে তা নিয়ে। তোমাকে এটি শেখাতে এবং শিখন চালিয়ে যেতে খুব ভাল উদাহরণগুলোর মধ্যে একটা দেখাবো। সাইটটি হচ্ছে csszengarden.com। পরবর্তীতে তুমি নিজেই সেটা চেক করতে পারবে। Csszengarden একটি সাধারণ সাইট যেখানে শিরোনাম, পটভূমি, টেক্সট এবং সবকিছুই আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এটি মানুষের করা নকশার একটি গ্যালারি যা হুবুহু একই HTML নিয়ে কাজ করে এবং শুধু CSS পরিবর্তন করে দেখে যে শুধু CSS দিয়ে কতটুকু পরিবর্তন আনা যায়। আমি এটা তোমাকে দেখাবো। এখানে আরও একটি আছে। মনে রাখবে, এটা হচ্ছে সেই HTML যা তুমি আগের পেইজে দেখেছো। শুধু CSS টা ভিন্ন। এখানে আরও একটি রয়েছে। শুধু রং এর পরিবর্তনই নয়, জিনিসগুলোও পেইজে ভিন্নভাবে সাজানো হয়েছে। যার ফলে এটি একেবারেই ভিন্ন দেখাচ্ছে। এখন এটা দেখতে দৃশ্যের মত হয়েছে, এখানে এই ক্রেডিটগুলো, এই এনিমেশন এবং এই সবকিছুই হচ্ছে CSS। হয়তো তুমি CSS সম্পর্কে এখনও ভালো জানো না। কিন্তু যদি চেষ্টা করে যাও তবে এই সবকিছু তোমার নখদর্পনে থাকবে। তুমি যদি এর জন্য অনেক চেষ্টা কর তবে খুব সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবে যেগুলো একেবারে তোমার মনের মত হবে। সুতরাং চালিয়ে যাও। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##