মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 2
পাঠ 4: সিএসএস টেক্সট বৈশিষ্ট্যসমূহ (CSS text properties)- সিএসএস জেন গার্ডেন (CSS Zen Garden)
- সিএসএসের ফন্ট-ফ্যামিলি (font-family) বৈশিষ্ট্য
- চ্যালেঞ্জ: সুন্দর ফন্ট ফ্যামিলি (fancy font family)
- সিএসএস ফন্ট-সাইজ বৈশিষ্ট্য (CSS font-size property)
- চ্যালেঞ্জ: বড় আকারের ফন্ট
- সিএসএস ফন্ট স্টাইল (CSS font style) এবং সংক্ষেপে লেখা (shorthand)
- চ্যালেঞ্জ: বিখ্যাত ফন্টের ধরনসমূহ
- আরও সিএসএস টেক্সট বৈশিষ্ট্যসমূহ (CSS text property)
- Using CSS text properties
- সিএসএস ইনহেরিটেন্স (inheritance)
- প্রকল্প: ব্লগ (Blog)
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
সিএসএস জেন গার্ডেন (CSS Zen Garden)
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।
ভিডিও ট্রান্সক্রিপ্ট
## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## তুমি অনেকগুলো HTML ট্যাগ দেখেছো, এই কোর্সের বাকী আলোচনা হবে CSS কী এবং CSS দিয়ে তুমি কী কী কাজ
করতে পারবে তা নিয়ে। তোমাকে এটি শেখাতে এবং শিখন চালিয়ে যেতে খুব ভাল উদাহরণগুলোর মধ্যে একটা দেখাবো। সাইটটি হচ্ছে csszengarden.com। পরবর্তীতে তুমি নিজেই সেটা চেক করতে পারবে। Csszengarden একটি সাধারণ সাইট যেখানে শিরোনাম, পটভূমি, টেক্সট এবং সবকিছুই আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যপার হচ্ছে,
এটি মানুষের করা নকশার একটি গ্যালারি যা হুবুহু একই HTML নিয়ে কাজ করে
এবং শুধু CSS পরিবর্তন করে দেখে যে শুধু CSS দিয়ে কতটুকু পরিবর্তন আনা যায়। আমি এটা তোমাকে দেখাবো। এখানে আরও একটি আছে। মনে রাখবে, এটা হচ্ছে সেই HTML
যা তুমি আগের পেইজে দেখেছো। শুধু CSS টা ভিন্ন। এখানে আরও একটি রয়েছে। শুধু রং এর পরিবর্তনই নয়, জিনিসগুলোও পেইজে ভিন্নভাবে সাজানো হয়েছে। যার ফলে এটি একেবারেই ভিন্ন দেখাচ্ছে। এখন এটা দেখতে দৃশ্যের মত হয়েছে, এখানে এই ক্রেডিটগুলো, এই এনিমেশন এবং এই সবকিছুই হচ্ছে CSS। হয়তো তুমি CSS সম্পর্কে এখনও ভালো জানো না। কিন্তু যদি চেষ্টা করে যাও তবে
এই সবকিছু তোমার নখদর্পনে থাকবে। তুমি যদি এর জন্য অনেক চেষ্টা কর তবে
খুব সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবে যেগুলো একেবারে তোমার মনের মত হবে। সুতরাং চালিয়ে যাও। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##