If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

নির্দেশনা: ট্যাগ নাম ব্যবহার করে নির্বাচন

আমরা শিখলাম যে, সিএসএস নিয়ম দিয়ে ওয়েবপেজের উপাদানগুলো নির্ধারণ করা যায় যাতে করে পরবর্তীতে সেগুলো সাজাতে পারি।
আমরা সাধারণত সিএসএস নিয়মকে নির্বাচক ব্যবহার করে এইচটিএমএল উপাদানগুলো নির্ধারণ করতে বলি। অনেক ধরনের নির্বাচক নিয়েই পরবর্তীতে আমরা জানব, কিন্তু এখানে টক-থ্রুতে আমরা যেগুলো দেখেছি সেগুলো নিয়েই আলোচনা করব: উপাদান নির্বাচক
উপাদান নির্বাচক এইচটিএমএল এর উপাদানগুলো নির্বাচন করে তাদের ট্যাগ নামের ভিত্তিতে। প্রত্যেকটি এইচটিএমএল উপাদান— <h1>, <p>, <li>, <body> এবং অন্য যেকোন এইচটিএমএল উপাদানই এই বন্ধনীগুলো (< এবং >) বাদ দিয়ে ব্যবহার করে সিএসএস এ নির্বাচন করা যাবে। উদাহরণস্বরূপ, তুমি তোমার ওয়েবপেজে সবগুলো <p> ট্যাগ নিতে চাইলে উপাদান নির্বাচক p ব্যবহার করতে পার। নিচের এই সিএসএস নিয়ম ব্যবহার করে তুমি একটি ওয়েবপেজের প্রত্যেকটি অনুচ্ছেদের রঙ পরিবর্তন করতে পারবে।
p {
    color: rgb(255, 0, 0);
}
চল দেখি আমরা এটা ঠিকভাবে করতে পেরেছি কিনা। নিচের কোন নিয়মটি ব্যবহার করলে আমরা একটি পেজের সবগুলো <h2> উপাদান পাব?
একটি উত্তর নির্বাচন কর:

পরবর্তী চ্যালেঞ্জে তুমি বিভিন্ন ট্যাগ নাম ব্যবহার করে উপাদান নির্বাচনের চেষ্টা করবে। এখন চেষ্টা কর, আর মনোযোগ দিয়ে দেখ পেজে সিএসএস নিয়মগুলো কীভাবে কাজ করে- কোন উপাদানটির রঙ পরিবর্তন হচ্ছে কোনটির হচ্ছে না।

আলোচনায় অংশ নিতে চাও?

  • leaf green style avatar for user shobuj
    why i can't change image color using css ? like

    img src {

    color:rgb(10, 163, 33);
    }
    (1 টি ভোট)
    Default Khan Academy avatar avatar for user
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।