If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

অধ্যায় 2: এইচটিএমএল/সিএসএস (HTML/CSS) পরিচিতি: ওয়েবপেজ তৈরি

এই অধ্যায় সম্পর্কিত

এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে কীভাবে ওয়েবপেজ তৈরি করতে ব্যবহার করতে হয় তা শেখ। এইচটিএমএল হল একটি মার্কআপ ভাষা যা ব্রাউজারকে কনটেন্টের হেডিং, লিস্ট, সারণিতের নির্দেশনা দিয়ে তোমার কনটেন্টকে প্রদর্শনযোগ্য করে তুলবে । সিএসএস হল একটি স্টাইলশিট ভাষা যা ব্রাউজারকে রঙ, ফন্ট, লেআউট এবং আরো অনেককিছু পরিবর্তন করার জন্য নির্দেশ দিয়ে থাকে যা তোমার ওয়েব পেজকে আরও আকর্ষনীয় করে তোলে।

এইচটিএমএল কি তা শেখ এবং মার্কড আপ টেক্সট (marked up text) এবং ইমেজ ব্যবহার করার মাধ্যমে কীভাবে একটি ওয়েবপেজ তৈরি করতে হবে তা শেখ।
তোমার পেজের উপাদানের উপরে ভিত্তি করে এর ক্লাস অথবা আইডি এবং রঙ পরিবর্তন করার জন্য সাধারণ সিএসএস নিয়মগুলো কীভাবে লিখতে হবে তা শেখ।
কীভাবে তোমার ওয়েবসাইটের টেক্সটের ধরণ (style) যেমন ফন্ট ফ্যামিলি (font family), আকার (size), স্থান (spacing) এবং বিন্যাস (alignment) পরিবর্তন করবে তা শেখ।

অনুশীলন কর

তোমার তৈরি করা ওয়েবপেজটি অন্য এডিটর (editor) ব্যবহার করে কীভাবে উন্নয়ন (develop) করা যায় এবং একইসাথে ব্রাউজার ডেভেলপার টুলস (browser developer tool) ব্যবহার করে ওয়েবপেজটি কীভাবে ডিবাগ (debug) করা যায় তা শেখ।
তোমার ওয়েবপেজের নকশা (layout) পরিবর্তন করার জন্য সিএসএসের বিভিন্ন বৈশিষ্ট্য (property) যেমন অবস্থান (position) এবং ফ্লোট (float) ইত্যাদির সাথে কীভাবে এইচটিএমএল স্প্যান (span) এবং div উপাদানগুলো (element) যুক্ত করতে হবে তা শেখ।

শিখো

অনুশীলন কর

আরও জটিল নির্বাচক (complex selectors) সম্পর্কে শেখ যেমন- কয়েকটি ক্লাস ব্যবহার করা, ক্লাসের সাথে বিভিন্ন উপাদান (element) যুক্ত করা, নির্বাচক (descendant selector), দলবদ্ধ নির্বাচক (grouped selector) এবং ডাইনামিক সুডো-ক্লাস (dynamic pseudo-class) ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শেখ।

শিখো

অনুশীলন কর

কোডের ভিতরের (inline style) এবং বাইরের স্টাইল (external stylesheet) কীভাবে ব্যবহার করতে হয় তা শেখা, তোমার ওয়েবপেজে সিএসএস ব্যবহার করার আরও দুইটি নতুন পন্থা।