মূল বিষয়বস্তু
Unit 7: এইচটিএমএল/জেএস (HTML/JS): জেকুয়েরি (jQuery) এর মাধ্যমে ওয়েবসাইটকে ইন্টার-এক্টিভ করা
এই অধ্যায় সম্পর্কিত
কীভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট ব্রাউজার লাইব্রেরী জেকুয়েরি ব্যবহার করে তোমার ওয়েবপেজে কীভাবে ইন্টার্যাক্টিভিটি যোগ করা যায় তা শেখা।জেকুয়েরি লাইব্রেরীর একটি সংক্ষিপ্ত বিবরণ তুমি এখানে পাবে, নির্মাতার সাথে পরিচিত হও এবং একটি ওয়েবপেজে জেকুয়েরি ব্যবহার করার জন্য চেষ্টা কর।
জেকুয়েরি এবং সিএসএস নির্বাচক ব্যবহার করে কীভাবে DOM এ প্রবেশ করতে হয় তা শিখ।
শিখো
তোমার ওয়েবপেজের DOM কীভাবে পরিবর্তন করতে হয় এবং জেকুয়েরি ব্যবহার করে কীভাবে নতুন DOM নোড তৈরি করতে হয় তা শিখ।
শিখো
জেকুয়েরি ডেভেলপারদের ব্যবহার করা সাধারণ কিছু পদ্ধতি যেমন- একাধিক ফাংশনকে কল করা এবং সংগ্রহের ভেতর দিয়ে লুপ করা ইত্যাদি কৌশলগুলো ব্যবহার করতে শিখ।
শিখো
অনুশীলন কর
উপাদানে জেকুয়েরি ব্যবহার করে ইভেন্ট লিসেনার যোগ করতে শিখ যাতে ব্যবহারকারী যখন যে কাজগুলো করবে যেমন - ক্লিক, কোন একটি অক্ষর চাপা, স্ক্রল, ড্র্যাগ করা এবং আরও কাজ করার সময় তুমি যাতে সাড়া দিতে পার।
শিখো
ব্রাউজারে ফর্ম প্রসেস করার জন্য কীভাবে জেকুয়েরি ব্যবহার করতে হয় তা শিখ যেমন- কুইজ কিংবা গেমস তৈরি করা।
শিখো
জেকুয়েরি ব্যবহার করে কীভাবে ফেডিং এবং স্লাইডিং এর মতন অ্যানিমেশন ইফেক্ট উপাদানে সংযুক্ত করা যায় তা শিখ।