If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

জেকুয়েরি শেখা শেষ করার পরে আর কি শেখা যায়

জেকুয়েরি শেখার জন্য অভিনন্দন! তুমি ওয়েবের সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি শিখেছ। জেকুয়েরি দিয়ে তুমি শুধু ওয়েবসাইটে কোডই নয়, বরং অন্যান্য ডেভেলপারের কোড বুঝতে পারবে এবং নতুন জেএস লাইব্রেরি ব্যবহার করতে পারবে।

আরও জেকুয়েরি

এখানে সকল জেকুয়েরি সম্পর্কে বলা হয়নি - আরও ফাংশন রয়েছে যাদের সম্পর্কে এখনও বলা হয়নি। তোমার ব্যবহৃত সকল ফাংশনের জন্য নথিপত্র দেখো, যা তোমাকে ফাংশন ব্যবহারের ক্ষেত্রে সহায়তা করবে।
তুমি আরও টিউটোরিয়াল দেখতে পার - তাদের অনেকগুলোই তোমার পরিচিত মনে হতে পারে, কিন্তু কিছু সময় বিভিন্ন স্থান থেকে শেখা কার্যকরী হয়:

জেকুয়েরি প্লাগিন

জেকুয়েরি একটি শক্তিশালী লাইব্রেরি যা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এটি সবকিছু করতে পারে না। অনেক ওয়েব ডেভেলপার একটি নির্দিষ্ট কাজের জন্য জেকুয়েরির সাথে অন্যান্য লাইব্রেরি ব্যবহার করে থাকে, তাদের "জেকুয়েরি প্লাগিন" বলা হয়। জেকুয়েরি প্লাগিন ব্যবহার করার জন্য, প্রথমে এইচটিএমএল পেজে জেকুয়েরির script ট্যাগ থাকতে হবে, তারপর আরেকটি script ট্যাগ সেই প্লাগিন্টির জেএস (.js) ফাইলকে নির্দেশ করবে। নিশ্চিত কর যে, তুমি প্লাগিনের আগে জেকুয়েরি লোড করেছ। এসব করার পর, জেকুয়েরি প্লাগিনের ফাংশনকে কল কর। এখানে একটি উদাহরণ দেখতে পার।
প্লাগিন খোঁজার জন্য, তুমি ইন্টারনেটে সার্চ করতে পার "জেকুয়েরি প্লাগিন [কাঙ্ক্ষিত ফাংশনালিটি]" যেমন "jQuery plugin datepicker" অথবা এনপিএমে (npm) সার্চ করতে পার jquery plugin packages। অনেক সময় তুমি একই কাজ করে এমন একাধিক প্লাগিন খুঁজে পাবে -- এই ক্ষেত্রে সঠিক প্লাগিন নির্বাচনের সিদ্ধান্ত নেবার জন্য এই পরামর্শগুলো দেখতে পার।

জেকুয়েরির বাইরে

দারুন ওয়েবসাইট তৈরি করার জন্য আরও অনেক লাইব্রেরি রয়েছে - যেমন ডাটা ভিজুয়ালাইজেশন অথবা কোড পরিকল্পনার জন্য লাইব্রেরি। আমাদের লাইব্রেরির তালিকা পড়ে, এগুলো প্রয়োগ করার চেষ্টা কর!

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।