If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 7

পাঠ 2: জেকুয়েরিতে DOM এর ব্যবহার

ইতিহাস: জন কীভাবে জেকুয়েরি তৈরি করল?

2006 সালে, জন রেসিগ একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজের প্রকল্পে কাজ করছিলেন। বিভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে ভিন্ন জাভাস্ক্রিপ্ট লেখার ব্যাপারে তিনি খুবই বিষণ্ণ ছিলেন এবং তার নিজের লাইব্রেরি লেখার চিন্তা করলেন, যা হল: জেকুয়েরি
2006 সালের জানুয়ারির 16 তারিখে, জন রেসিগ স্থানীয় বার-ক্যাম্পে এই নতুন লাইব্রেরি সম্পর্কে কথা বলেন, যেখানে খুব অল্প সংখ্যক ওয়েব ডেভেলপার উপস্থিত ছিল এবং পড়ে এটি সম্পর্কে তিনি ব্লগ লেখেন:
জন যেখানে প্রথম জেকুয়েরি সংজ্ঞায়িত করেছিল সেই ব্লগপোস্টের একটি স্ক্রিনশট
2006 সালের জেকুয়েরি ওয়েবপেজের একটি স্ক্রিনশট
অনেক ওয়েব ডেভেলপার জেকুয়েরির সহজবোধ্যতা খুবই পছন্দ কর এবং জনের লাইব্রেরি খুব স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে, এটি জাভাস্ক্রিপ্টের সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি এবং যা স্বেচ্ছাসেবকদের একটি বড় দল জেকুয়েরি ফাউন্ডেশন দিয়ে পরিচালিত হয়।
তুমি কি জানতে চাও যে কীভাবে জন জেকুয়েরি আবিষ্কার করে এটিকে সফল একটি লাইব্রেরিতে পরিণত করেছে? ইউমিক স্কুলের তথ্যপ্রযুক্তির প্রফেসর চার্লস সেভারেন্স খান একাডেমির অফিসে নেওয়া জন রেসিগের ইন্টারভিউয়ের ভিডিও দেখো:
খান একাডেমি ভিডিও প্লেয়ার

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।