মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 7
পাঠ 2: জেকুয়েরিতে DOM এর ব্যবহার- জেকুয়েরি ব্যবহার করে বিভিন্ন উপাদান খুঁজে বের করা
- চ্যালেঞ্জ: জেকুয়েরি ব্যবহার করে ইউনিকর্নের পেজ তৈরি
- ব্রাউজার কনসোল ব্যবহার করে ওয়েবপেজের ত্রুটি সংশোধন করা।
- জেকুয়েরি ব্যবহার করে বিভিন্ন উপাদানের তথ্য সংগ্রহ
- চ্যালেঞ্জ: বিখ্যাত আবিস্কারসমূহ
- পর্যালোচনা: জেকুয়েরিতে ডম (DOM) এর ব্যবহার
- প্রকল্প: গোয়েন্দা ডম (DOM)
- ইতিহাস: জন কীভাবে জেকুয়েরি তৈরি করল?
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
প্রকল্প: গোয়েন্দা ডম (DOM)
খান একাডেমির ওয়েবসাইটে জেকুয়েরি ব্যবহার করা হয়েছে, এজন্য তুমি জাভাস্ক্রিপ্টের কনসোল দিয়ে এখনই নিচের কোডটি প্রয়োগ করতে পার যা দিয়ে এই পেজের সকল
<h1>
উপাদানের লেখা দেখা যাবে:$("h1").text();
এই পেজে কতগুলো
<h1>
উপাদান রয়েছে? নিচের কোডটি চালাও:$("h1").length;
এখন, সিএসএস নির্বাচক ব্যবহার করে খান একাডেমি পেজের আরও উপাদান খুঁজে বের কর, যেমন:
- সকল লিংকগুলো (links)।
- এই প্রবন্ধ (article)।
- প্রত্যেকটি ছবি (image)।
- সাইডবারের ন্যাভিগেশন (navigation)।
- উপরের ডানদিকে তোমার নাম।
- 'Home' (মূল পাতা) লেখাটি।
- ...আরও খুঁজে দেখো!
তুমি নিচের আলোচনায় তোমার নির্বাচকগুলো শেয়ার করতে পার, কিন্তু মনে রেখো, আমাদের এইচটিএমএল সবসময় পরিবর্তন হয়। এজন্য একটি নির্বাচক যেটা এখন কাজ করছে, সেটি পরে কাজ নাও করতে পারে। এছাড়াও, অনেক নির্বাচক একই উপাদান খুঁজে বের করে। সুতরাং, অনেকগুলো সঠিক উত্তর রয়েছে।
গোয়েন্দার মত এখন ডম খুঁজে দেখো!
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।