মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
জেকুয়েরি (jQuery) শেখার জন্য প্রস্তুত হও
যদি তুমি এই পর্যন্ত চলে আস, তাহলে সম্ভবত তুমি জেকুয়েরি শেখার জন্য তৈরি এবং এখন এর ভিতরে প্রবেশ করার জন্য তুমি তৈরি। কিন্তু আমরা নিশ্চিত হতে চাইছে যে তুমি যেন সফলভাবে জেকুয়েরি শেখার জন্য যে জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োজন তা তোমার থাকে, যাতে সম্পূর্ণ কোর্সটি তুমি সমাপ্ত করতে পার।
যে যে বিষয়গুলো সম্পর্কে তোমার জানা থাকা লাগবে তার একটি তালিকা নিচে দেওয়া হল:
- এইচটিএমএল/সিএসএস (HTML/CSS): কীভাবে এই ট্যাগগুলো যেমন
<h1>
,<p>
,<img>
,<a>
,<div>
ব্যবহার করতে হয় তা তোমার জানা থাকা লাগবে যেমন আইডি এবং ক্লাসের নাম নির্বাচন করার জন্য কীভাবে সিএসএস নিয়ম তৈরি করতে হয় তাও তোমার জানা থাকা লাগবে, একই সাথে নির্বাচক ব্যবহার করার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা লাগবে। তুমি এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পার দেখার জন্য যে তোমার কতটুকু মনে আছে এবং যে HTML/CSS এর অংশগুলো তুমি ভুলে গেছ সেগুলো আবার দেখে নিতে পার। - জাভাস্ক্রিপ্ট (JavaScript): তুমি চলকে ডাটা সংরক্ষণ করতে পারবে, ফাংশনে গ্রুপ কোড করতে সক্ষম হবে, লুপ ব্যবহার করে অ্যারে পুনরাবৃত্তি ঘটাতে পারবে এবং অবজেক্টে কল মেথডটি প্রয়োগ করতে পারবে। তুমি এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পার এটা দেখার জন্য যে তোমার কতটুকু মনে আছে এবং যে JS এর যে অংশগুলো তুমি ভুলে গেছ সেগুলো আবার দেখে নিতে পার।
- জেএস ডম এপিআই (JS DOM API): ব্রাউজার ওয়েবপেজের জেএস এর ডম এপিআই উন্মুক্ত করে থাকে যা ডেভেলপারদের ওয়েবপেজ পরিবর্তনের কাজে সাহায্য করে থাকে এবং জেকুয়েরি ফাংশন, ডম ফাংশনগুলোকে পেছন থেকে কল করে থাকে (যেমন
document.getElementById
)। কিছু কিছু ওয়েব ডেভেলপার আছেন যারা ডম এপিআই না শিখেই জেকুয়েরি শেখার চেষ্টা করে থাকে, কিন্তু আমরা তোমাকে বলবো যে ডম এপিআই (DOM API) তুমি প্রথমে শেখ - এবং আমরা এই সম্পূর্ণ কোর্স জুড়েই এটা রেফারেন্স করতে থাকব। তোমাকে ওয়েব ডেভেলপমেন্টের কাজে এবং কোন লাইব্রেরী ব্যবহার না করেই একটি ব্রাউজারে কীভাবে জেএস ব্যবহার করতে হয় তা শেখার জন্য তোমার সময়টি ভাগ করে নিতে হবে। তুমি ডম এপিআই সম্পর্কে আমাদের এই HTML/JS কোর্স থেকে শিখতে পার এবং এ সম্পর্কে ধারণা পাবার জন্য এই সংক্ষিপ্ত প্রবন্ধটি পড়ে দেখতে পার। - জেএস লাইব্রেরীর ব্যবহার: তোমার ওয়েবপেজে একটি জেএস লাইব্রেরী অন্তর্ভুক্ত করার জন্য কীভাবে একটি
<script>
ট্যাগ যুক্ত করতে হয় তা তোমার জানা থাকা লাগবে। তুমি যদি এই কাজটি আগে থেকে না করে থাক তাহলে তুমি এই ছোট অনুশীলনীটি দেখতে পার।
আমি জানি, এগুলো দেখে অনেক বেশি বলে মনে হচ্ছে -- এবং আসলেই অনেক বেশি! কিন্তু জেকুয়েরিতে প্রবেশ করার পূর্বে যদি তুমি এগুলো সব শেখ এবং পর্যালোচনা কর, তাহলে তুমি অনেক সহজভাবে অন্যান্য কাজগুলো শিখে ফেলতে পারবে। যখন তোমার নিজেকে তৈরি বলে মনে হবে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পার...
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।