মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
Course: কম্পিউটার প্রোগ্রামিং > Unit 7
Lesson 1: জেকুয়েরিতে তোমাকে স্বাগতমনির্মাতার কাছ থেকে: স্বাগতম!
জন রেসিগ এর সাথে পরিচিত হও, যিনি জেকুয়েরি তৈরি করেছেনেবং এখন তিনি খান একাডেমিতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।
ভিডিও ট্রান্সক্রিপ্ট
## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## হাই, আমি জন রেসিগ। আমি জেক্যুয়েরি জাভাস্ক্রিপ্ট
লাইব্রেরির প্রতিষ্ঠাতা। আমি খান একাডেমিতে কাজ করি। ২০০৫ সালে যখন আমি কলেজে ছিলাম
তখন আমি জেক্যুয়েরি উদ্ভাবন করি। এবং খান একাডেমিতে আমি বিভিন্ন
বিষয় নিয়ে কাজ করে থাকি যেমন এই ওয়েবসাইটে ব্যবহৃত চলমান কোড
সম্পাদনাকারী প্রোগ্রামটিও আমি তৈরি করেছি। আশা করি জেক্যুয়েরির এই
কোর্সটি সবার ভাল লাগবে। আমি জানি এটা আমার পছন্দ,
আশা করি সবারই পছন্দ হবে। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##