If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

জেকুয়েরি কি?

তুমি কি এখনও শিখতে চাও? খান একাডেমিতে থাকা বিভিন্ন কোর্স ব্যবহার করে শেখা চালিয়ে যাও!

আলোচনায় অংশ নিতে চাও?

  • blobby green style avatar for user Irfan Ali
    আমি তো html এর কিছুই বুঝি না, তাহলে কি আমি এটা শিখতে পারবো না? কিন্তু আমি তো শিখতে চাই।
    (১ টি ভোট)
    Default Khan Academy avatar avatar for user
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## জেক্যুয়েরি আজকের ওয়েব জগতের সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি। এটি জাভাস্ক্রিপ্ট ফাংশনের একটি লাইব্রেরি যেটা ওয়েবপেইজ ডেভেলপারদের সবধরণের কাজের ক্ষেত্রে সহায়তা করে-- যেমন ওয়েবপেইজ তৈরি, ব্যবহারকারি ক্রিয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করা, সার্ভার থেকে উপাত্ত নেয়া, অ্যানিমেশন এবং ইফেক্ট তৈরি করা এবং আরো অনেক কিছু। জাভাস্ক্রিপ্ট ডোম অ্যাপি এর মাধ্যমে ব্রাউজার যে ফাংশনালিটি দেয় তার উপর ভিত্তি করেই জেক্যুয়েরি কাজ করে, কিন্তু এটি আমাদেরকে আরো কম লাইনের কোডের মাধ্যমে এটি করতে দেয়। যেমন, ধরো, তুমি একটি বোতামে ক্লিক করার মাধ্যমে একটি পাতার সবগুলো চিত্রের মাপ পরিবর্তন করতে চাও। তুমি সেক্ষেত্রে এখানে এই চার লাইনের কোড লিখতে পারো, তাতে কাজ হবে। অথবা, তুমি এই এক লাইনের কোড লিখতে পারো, এবং জেক্যুয়েরি তোমার হয়ে বাকি সকল কাজ করে দেবে। সেই সাথে, জেক্যুয়েরি কোন আন্তঃব্রাউজার ত্রুটি এবং সমস্যারও সমাধান করে। ২০১৪ সালে, শীর্ষ ১০ লক্ষ ওয়েবপেইজের ৬০ শতাংশেরও বেশি জেক্যুয়েরি অন্তর্ভুক্ত করেছে। তো, প্রায় সকল ওয়েবডেভেলপারই হয় জেক্যুয়েরি জানে অথবা তাদের কর্মজীবনে কখনো না কখনো জেক্যুয়েরি ব্যবহার করেছে। এবং এখন তুমিও তাদের মত একজন ডেভেলপার হতে পারো। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##