মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 8
পাঠ 1: পেশাদারের সাথে পরিচিতি- "পেশাদারদের সাথে পরিচিত" হবার জন্য তোমাকে স্বাগতম!
- সারাহ নর্থওয়ে, গেম প্রস্তুতকারক এবং যাযাবর
- ইয়ান ডুপিন, গবেষক এবং বেস-গিটার বাদক
- ব্রেন্ডা জিন, মোবাইল প্রোটোটাইপার এবং ডিজে
- টম হেইনান, মোবাইল ডেভেলপার, পাইলট ও জোম্বি
- এমি কুইস্প, ডাটা লিবারেটর ও ডেভেলপার রিলেটার
- বিল মিলস, পদার্থবিদ এবং আন্তঃ-সম্পর্ক বিষয়ক একজন প্রোগ্রামার
- ক্যারি কাই, গবেষক এবং নৃত্যশিল্পী
- ফিলিপ গাও, পাইথন শিক্ষক ও লেখক
- লরেন হেইন্স, পণ্য ব্যবস্থাপক ও লিন্ডি হপার
- মার্কোজ ওজেদা, ডিজাইনার, ডিজে এবং কুকুরের মালিক
- অ্যালিসন লুবিমির, সহকারী প্রকৌশলী ও বিড়ালপ্রেমী
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
এমি কুইস্প, ডাটা লিবারেটর ও ডেভেলপার রিলেটার
শুভেচ্ছা, আমি এমি কুইস্প!
তুমি কি নিয়ে কাজ কর?
আমি কার্নেগী মেলন বিদ্যালয়ে পড়ার সময় আমি ওপেন ডাটা (উপাত্ত) নিয়ে কাজ করতাম। আমি মনে করি যে আমার আশপাশে থাকা অনেক শিক্ষার্থী তাদের সমাজকে উন্নত করার জন্য অনেক ভাল ভাল ধারণা নিয়ে আসত। কিন্তু তারা এই ধারণাগুলোকে বাস্তবে রুপ দেওয়ার জন্য চেষ্টা করলে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হত, যেমন তাদের কোর্সের সময়সূচী, তাদের কক্ষ সংরক্ষণ সংক্রান্ত সমস্যা ইত্যাদি সমস্যার সম্মুখীন হত। আর কোন ধরনের ডাটা যদি তাদের হাতে এসেও পড়ে, তারা এই ডাটাগুলো ব্যবহার করতে অনেক সময় সমস্যার মুখোমুখি হত অথবা দেখা যায় যে ডাটাগুলো ব্যবহারের অনুপযোগী। আমি আমার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্যদের এই বিষয়ে আহ্বান জানিয়েছি! - যে তাদের ডাটাগুলো সবার সাথে ভাগাভাগি করে নিতে, আর আমি একদল শিক্ষার্থীকে জড়ো করেছি যাদেরকে ScottyLabs (স্কটিল্যাবস) বলে ডাকা হয়। এই শিক্ষার্থী দলের কাজ হল, ডাটাগুলো জড়ো করা এবং শিক্ষার্থীরা যাতে এই ডাটাগুলো সহজে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা।
এখন আমি গুগোলের, ডেভেলপারস রিলেশনস গ্রুপ (Developers Relations group) এ কাজ করি। আমি ডেভেলপারদের সাহায্য করি যেন তারা সহজেই কিছু তৈরি করতে পারে কিন্তু আমি এখন এই কাজটি গুগোলের জন্য করছি । ইঞ্জিনিয়ারিং দল যারা AdMob SDK (অ্যাডমব এসডিকে) নির্মাণ করেছে এবং গুগোলের বাইরে যারা এই SDK ব্যবহার করতে চায়, আমি তাদের সাথে কাজ করি।
তুমি প্রোগ্রামিং কীভাবে শিখলেন?
আমি প্রথম প্রোগ্রামিং সম্পর্কে ধারণা লাভ করি আমার ষষ্ঠ শ্রেনির শিক্ষকের কাছ থেকে, তিনি আমাকে QBASIC শিখিয়েছিলেন। ওই সময় আমি ভেবেছিলাম প্রোগ্রামিং বেশ কাজের কারণ এটার মাধ্যমে আমি আমার গণিতের বাড়ির কাজগুলো বেশ তাড়াতাড়ি করতে পারব। উচ্চ মাধ্যমিক স্কুলে ওঠার আগে পর্যন্ত আমি জানতাম না যে কম্পিউটার বিজ্ঞানের অস্তিত্ব আছে, যখন আমি এটার সম্পর্কে আরও জানলাম, তখন বুঝতে পারলাম প্রোগ্রামিং দিয়ে আরও অনেক কিছুই করা সম্ভব। তারপর কলেজে উঠে আমি অনুধাবন করলাম প্রোগ্রামিং সম্পর্কে অনেক কিছু শেখার আছে।
আমার কম্পিউটার বিজ্ঞান কোর্সটি খুবই চ্যালেঞ্জিং ছিল এবং পূর্বের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দ্বিতীয় বর্ষে গিয়ে সবকিছু সমপর্যায়ে চলে আসলো। তারপর আমরা সেই বিষয়গুলো খুঁজতে শুরু করলাম যেগুলোতে আমরা আগ্রহী ছিলাম এবং আমাদের আগ্রহ রূপান্তরিত হল কঠোর পরিশ্রমে ও শেষ পর্যন্ত দক্ষতায়। আমার ঘনিষ্ঠ বন্ধু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ পিএইচডি করছে। আরেকজন নিরাপত্তা এবং দক্ষতায় খুবই আগ্রহী। আমি ওপেন ডাটা,ডেভেলপার টুল, হ্যাকাথন এবং স্টার্ট আপে আগ্রহ খুঁজে পেয়েছি। সবকিছুর পরে, আমি খুশি এই জন্য যে আমি এখনো প্রোগ্রামিং শিখছি এবং আশা করি শিখতে থাকবো!
তুমি অবসর সময়ে কি কর?
আমি বেশ নতুন কিছু কাজ করছি। সম্প্রতি আমি প্রথমবারের মত GoKart রেসিং এ গিয়েছিঃ
এবং ধনুর্বিদ্যায় আমার হাত কেমন দেখার চেষ্টা করছিঃ
আমি পিয়ানো বাজাতেও খুব পছন্দ করি। যদি কোথাও কোন পিয়ানো দেখতে পাই তাহলে বসে কোন সুর তোলার জন্য অস্থির হয়ে যাই।
নতুন প্রোগ্রামারদের জন্য তোমার উপদেশ কী?
অন্য মানুষদের দিয়ে আতঙ্কিত হবেনা। সবাই ক্রমাগত শিখছে, মানুষ সম্ভবত কিছু বছর পর কোড করার জন্য ভিন্ন কোন টুল কিংবা ভাষা ব্যবহার করবে। এই ক্ষেত্রটি খুবই প্রসারিত কিন্তু নিতান্তই নতুন এবং আমরা নতুন যেসব কাজ করা যায় তার ধারেকাছেও এখনো পৌঁছতে পারিনি। কয়েক বছর এবং আত্মকেন্দ্রিকতা, অবিরত শিক্ষার কাছে কোন ব্যাপারই হবেনা।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।