If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কম্পিউটার প্রোগ্রামিং

কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 8

পাঠ 1: পেশাদারের সাথে পরিচিতি

ব্রেন্ডা জিন, মোবাইল প্রোটোটাইপার এবং ডিজে

ব্রেন্ডা জিনের ছবি
ব্রেন্ডা, তার প্যাক-ম্যানের গুগল গ্লাস সহ
শুভেচ্ছা, আমি ব্রেন্ডা জিন!

তুমি কি নিয়ে কাজ কর?

আমি Macys.com এ ট্যাবলেটের জন্য জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল (HTML) এবং সিএসএস (CSS) ব্যবহার করে ইন্টারএকটিভ এ/বি ওয়েব প্রটোটাইপ কোড করি। আমরা ব্যবহারকারীদের সামনে এই প্রটোটাইপগুলো নকশা করি, তৈরি করি এবং পরীক্ষা করে দেখি। পরীক্ষার থেকে প্রাপ্ত ফলাফলগুলো ব্যবহার করে, প্রটোটাইপগুলো উন্নয়ন করে থাকি যেটাকে আমরা "পুনরাবৃত্তিমূলক" (iterative) প্রক্রিয়া বলে থাকি। এই পরীক্ষাগুলো থেকে সবচেয়ে ভাল যে বৈশিষ্ট্যগুলো আমরা পাব ধীরে ধীরে সেগুলোকে Macys.com এ নিয়ে আসব।
আমি এখন কি নিয়ে কাজ করছি সেটা আমি দেখাতে পারব না কিন্তু গত বছর আমার তৈরি করা CyberSwipe জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি টি দেখতে পার:
আইপ্যাডে CyberSwipe লাইব্রেরীর কাজ সম্পর্কিত স্ক্রিনশট
একটি আইপ্যাডে CyberSwipe লাইব্রেরী

তুমি প্রোগ্রামিং কীভাবে শিখলেন?

এটি 90 এর দশকে AOL ইনস্ট্যান্ট মেসেঞ্জার দিয়ে শুরু হয়েছিল। সেই সময়ে তুমি তোমার প্রোফাইল সাজাতে এইচটিএমএল (HTML) ব্যবহার করতে পারতে। আমি এবং আমার বন্ধু মূল এডিটরে (editor) কাজ করার সময়ে রঙ পরিবর্তন এবং ফন্টের ধরণ পরিবর্তন করে অনেক মজা পেতাম।
কলেজে আমি সঙ্গীততত্ত্ব নিয়ে পড়াশুনা করেছি এবং কম্পিউটার বিজ্ঞানের উপরে একটি কোর্স নিয়েছিলাম যেটা পরবর্তীতে আমার সাফল্যের প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে। এটাকে PLOrk বলা হত: যার সম্পূর্ণ রূপ হল Princeton Laptop Orchestra। প্রতি সপ্তাহে আমরা ChucK নামে একটি লেঙ্গুয়াজ ব্যবহার করে সঙ্গীত প্রোগ্রাম এবং কম্পোজিশন লেখার কাজ করতাম!
কলেজ শেষ করার পরে আমি অপেরাতে কাজ করার মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। তারপরে একটি অলাভজনক তহবিল গঠন প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। ওয়েবের সব রকম কাজ আমি করতাম আর এই কাজগুলোতে আমি দক্ষ। তাই গতবছরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জাভাস্ক্রিপ্ট শিখব আর ওয়েব ডেভেলপার হিসেবে আমার ক্যারিয়ার শুরু করব। এটা শিখতে আমাকে কঠোর পরিশ্রম করতে হলেও, Macys.com নামের একটি প্রতিষ্ঠানে আমি খুব ভাল একটি চাকরি পেয়েছি।
আমি যে আমার জীবনের একটি লক্ষ্য খুঁজে পেয়েছি আর একজন প্রোগ্রামার হতে পেরে আমি খুবই আনন্দিত!

তুমি অবসর সময়ে কি কর?

আমি <0>ইলেক্ট্রনিক সঙ্গীত</0> (electronic music) তৈরি করি এবং হাইকিং আর বাইকিং করতে ভালোবাসি! এছাড়া মজা করার জন্য আমি হ্যাক করি- আমার পার্শ্বপ্রকল্পের মধ্যে Arduino এর মতো মাইক্রোকন্ট্রোলার এবং গুগোল গ্লাসের মতন পরিধানযোগ্য প্রযুক্তি রয়েছে।
ব্রেন্ডা সান ফ্রান্সিস্কো পাহাড়ে বাইক চালাচ্ছে তার একটি ছবি
সান ফ্রান্সিস্কো পাহাড়ে বাইক চালাচ্ছে

নতুন প্রোগ্রামারদের জন্য তোমার উপদেশ কী?

কিছু না পারলে কখনও ভয় পেও না- সবাই কোন না কোন সময় শিক্ষানবীশ থাকে! প্রতিদিনের কাজ থেকেই আমরা কোন না কিছু শিখে থাকি এবং আমি আমার ক্যারিয়ারের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি।

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।