If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কম্পিউটার প্রোগ্রামিং

কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 8

পাঠ 1: পেশাদারের সাথে পরিচিতি

ফিলিপ গাও, পাইথন শিক্ষক ও লেখক

প্রাকৃতিক পরিবেশে ফিলিপের ছবি
শুভেচ্ছা, আমি ফিলিপ গাও!

তুমি কি নিয়ে কাজ কর?

আমি একজন কম্পিউটার বিজ্ঞান গবেষক এবং শিক্ষক আর একই সাথে মানুষ-কম্পিউটারের পারস্পরিক সম্পর্ক এবং শিক্ষা সংক্রান্ত প্রযুক্তির ব্যাপারে বিশেষজ্ঞ। আমি এখন MIT থেকে আমার পোস্টডক্টরাল গবেষণা কাজ শেষ করছি এবং খুব তাড়াতাড়ি আমি নিউইয়র্কে চলে যাব, ইউনিভার্সিটি অব রচেস্টারে একজন সহকারি প্রোফেসর হিসেবে আমি আমার কাজ শুরু করবো।
যে ক্ষেত্রটিতে আমার উৎসাহ সবচেয়ে বেশি সেটা হল, মানুষকে প্রোগ্রামিং শিখতে সাহায্য করার জন্য নতুন টুলস তৈরি করা। 2010 সালে, আমি Online Python Tutor (অনলাইন পাইথন টিউটর) নামে একটি ওয়েবসাইট তৈরি করি এবং এখন পর্যন্ত আমি তা পরিচালনা করছি, যেটা এখন সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা বিষয়ক টুল। 165 টি দেশের প্রায় অর্ধ লক্ষ মানুষ পাইথন প্রোগ্রামিং শেখার জন্য এটা ব্যবহার করছে, মাঝেমধ্যে পাঠ্যবই এর সংযোজন, অনলাইন অনুশীলনী, খান একাডেমির ভিডিওতে এবং MOOCs (massive open online courses) গুলোতেও এটি ব্যবহৃত হয়ে থাকে। এই যে এটা হল ইউটিউবে থাকা এক-মিনিটের একটি ভিডিও:
খান একাডেমি ভিডিও প্লেয়ার

তুমি প্রোগ্রামিং কীভাবে শিখলেন?

আমি 1990 এর দশকে বড় হয়েছি, যে দশকে ওয়েবও তার শৈশব কাটিয়েছে। আমি কম্পিউটার গেমস খেলতে খুবই ভালবাসি, ফটোশপ দিয়ে অদ্ভুত গ্রাফিক্স তৈরি করতে পছন্দ করি, আর অদ্ভুত ব্যক্তিগত ওয়েবসাইটগুলোর GIFs অ্যানিমেশন তৈরি করে থাকি।
আমার বাবা-মা কেউই প্রোগ্রামিং করতে জানে না, আর আমাকে প্রোগ্রামিং শেখানোর মত কেউ আমার আশপাশে ছিল না, আমি একাদশ শ্রেনিতে কম্পিউটার বিজ্ঞান কোর্সে প্রবেশ করার আগ পর্যন্ত কোন প্রোগ্রামিং শিখি নাই। ঐ অল্প সময়ের জন্য কম্পিউটারের সাথে পরিচয় আমাকে কম্পিউটারের উপরে খুবই আগ্রহী করে তুলতে সক্ষম হয় এবং কলেজে আমি কম্পিউটার বিজ্ঞান কোর্সটি মেজর হিসেবে নিতে আগ্রহী হয়ে উঠি। আমি কলেজে ক্লাস করে, ইন্টার্নশিপ করে এবং ক্যাম্পাসের বিভিন্ন গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করার মাধ্যমে প্রোগ্রামিং শিখেছি।
সাম্প্রতিক সময়ে আমি আমার এই প্রোগ্রামিং শেখার গল্পটি, আমার ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করেছি, আর আমার এই গল্পটি Slate, NPR, the BBC সহ আরও কিছু সংবাদ মাধ্যমে স্থান করে নিয়েছে। বিস্তারিতভাবে এখানে পড়

তুমি অবসর সময়ে কি কর?

আমি যখন প্রোগ্রামিং নিয়ে কাজ করি না, তখন আমি অবশ্যই প্রোগ্রামিং নিয়ে লেখালেখি করি! :) না, না আমি মজা করছি। আমি প্রোগ্রামিং নিয়ে এতো বেশি লেখি না।
কিন্তু আমি লেখালেখি করতে পছন্দ করি। আমি আমার ওয়েবসাইটে অনেক লেখালেখি করে থাকি, বেশিরভাগ আমি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে থাকি সেগুলো আমি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। লেখালেখির মাধ্যমে আমি আমার মনোভাব প্রকাশ করি। আমি কোন কিছু ভালভাবে বুঝতে পারি না, যতক্ষণ না আমি জিনিসগুলো কাগজে (digital paper) লিখি। এখানে আমার লেখা বেশ কিছু প্রবন্ধ রয়েছে

নতুন প্রোগ্রামারদের জন্য তোমার উপদেশ কী?

একজন ভালো পরামর্শদাতাকে বা শিক্ষককে খুঁজে বের কর। এটা বলা সহজ কিন্তু এরকম কাউকে খুঁজে বের করাটা বেশ কঠিন একটি কাজ। শিক্ষাগত প্রযুক্তি যত অসাধারণ হোক না কেন, একজন ভাল পরামর্শদাতা বা শিক্ষকের স্থান প্রযুক্তি কখনই নিতে পারবে না।

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।