If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কম্পিউটার প্রোগ্রামিং

কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 8

পাঠ 1: পেশাদারের সাথে পরিচিতি

ইয়ান ডুপিন, গবেষক এবং বেস-গিটার বাদক

ইয়ান ডুপিনের ছবি
শুভেচ্ছা, আমি ইয়ান ডুপিন!

তুমি কি নিয়ে কাজ কর?

আমি মেশিন লার্নিং পিএইচডির একজন ছাত্র। আমি উদাহরণ থেকে শিখতে পারে এমন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদম নকশা এবং কোড তৈরি করি। এই প্রোগ্রামগুলো নিজেরাই নিজেদের নতুনভাবে প্রোগ্রাম করতে পারে। আমি আমার বেশিরভাগ সময় অ্যালগোরিদম সম্পর্কিত নতুন ধারণা শিখি, পাইথনের কোডিং নিয়ে আলোচনা করি, চা পান করি এবং কোডিং সম্পর্কিত নিত্য নতুন উন্নয়ন নিয়ে পড়াশুনা করি।
আমরা গবেষণ মূলত বড় আকৃতির নিউরাল নেটওয়ার্ক (neural network) নিয়ে। আমার কিছু কাজ আমি ইন্টার্নশিপের মাধ্যমে গুগল এবং মাইক্রোসফটে দিতে পেরেছি। কিছুদিন ধরে আমি, বেশ কিছু কম্পিউটারকে নিউরাল নেটওয়ার্ক শেখানোর জন্য কাজ করে যাচ্ছি। আমি আরও একটি নতুন অ্যালগোরিদম নিয়ে কাজ করছি যেটি নিজে থেকেই তথ্য সংগ্রহ করতে পারে। উদাহরণস্বরূপ, এই অ্যালগোরিদমটি নিজে থেকেই মুখের ছবি তৈরি করতে পারে
অ্যালগোরিদম মুখের ছবি তৈরি করছে

তুমি প্রোগ্রামিং কীভাবে শিখলেন?

এটি শুরু হল সেই সময়ে যখন আমি বুঝতে পারলাম যে, প্রোগ্রাম করার জন্য, আমার শুধুমাত্র একটি কম্পিউটার লাগবে। কোন টাকা ছাড়া এবং ভারী কোন কাজ করা ছাড়া এটিই হল একমাত্র পথ, যা দিয়ে আমি অদ্ভুত ধারণাগুলো বাস্তবে পরিণত করতে পারবো। আমার সব সময়ই কল্পনাশক্তি অনেক প্রবল ছিল তাই আমি চিন্তা করলাম যে এটি করা বেশ উত্তেজনাপূর্ণ হবে। প্রোগ্রামিং করলে আমি নিজেই নিজের গেম, ওয়েবসাইট এবং টুল তৈরি করতে পারবো।
তাই 1999 সালে বিদ্যালয়ে থাকার সময়ে আমি প্রোগ্রামিং সম্পর্কিত একটি বই কিনি। বইটি এমন কঠিন ভাষাতে লেখা ছিল যে আমি প্রোগ্রামিং শেখা বাদ দেওয়ার চিন্তা করছিলাম। এক বছর পরে, আমার হাতে হাও স্টাফ ওয়ার্কস এর সি প্রোগ্রামিং টিউটোরিয়ালটি এসে পড়ে। ঐ দিনই আমি আমরা প্রথম প্রোগ্রামটি লিখি। প্রথমে জিনিষগুলো বেশ সহজ ছিল, কিন্তু এটা দেখতে বেশ মজা লাগে যে কম্পিউটারকে দিয়ে কত কিছু করা যায়। নিজের প্রকল্পে এবং সোর্সফোর্য নামের উন্মুক্ত উৎসের প্রকল্পের কাজে সাহায্য করার মাধ্যমে আমি আমরা কাজের দক্ষতাকে আরও বৃদ্ধি করি। পরবর্তীতে আমি আমরা বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটার ইঞ্জিয়ারিং নিয়ে পড়ার মাধ্যমে আমি আমার জ্ঞানের পরিধি আরও বাড়িয়েছি।

তুমি অবসর সময়ে কি কর?

ইয়ান ডুপিনের গিটার বাজানোর ছবি
গিটার বাজাচ্ছে
সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো আমার খুবই পছন্দের একটি কাজ। গ্রীষ্মকালে আমি প্রতি সপ্তাহে 100 কিলোমিটার সাইকেল চালাই। এটি আমার মাথা পরিষ্কার করতে এবং সঠিক আকারে থাকতে সাহায্য করে। আমি গান বাজাতেও পছন্দ করি। আমি সব ধরনের গান শুনি এবং আমি আমার বেজ (bass) গিটার দিয়ে একটু বাজাতেও চেষ্টা করি।

নতুন প্রোগ্রামারদের জন্য তোমার উপদেশ কী?

তুমি যত বেশি জানবেন, তত বেশি কাজ করতে পারবে। যদিও কাজ সম্পাদন করার জন্য সব কিছু জানা লাগবে না। একটি প্রকল্পের কাজ শুরু করার জন্য কীভাবে শুরু হল তা জানলেই কাজ শুরু করা যায়, বাকিটা কাজ করতে করতে শেখা যায়। কোন কিছু ভাঙতে ভয় করবে না, কারণ এটি সম্পূর্ণ ভার্চুয়াল একটি জগৎ।

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।