কীভাবে চলক রাশি ব্যবহার করে তোমার অঙ্কনের বিভিন্ন অংশের আকৃতি অন্যান্য অংশের সাপেক্ষে পরিবর্তন করা যায় তা শিখে নাও। (এই কাজটি করার জন্য একটু অঙ্ক জানা থাকা প্রয়োজন, তাই তোমার যদি মনে হয় যে তোমার ভগ্নাংশের দক্ষতা কম আছে, তাহলে তুমি এই অংশ বাদ দিয়ে যেতে পার।)
তোমার তৈরি করা কোডটি ফাংশনের ভিতরে দলভুক্ত করার মাধ্যমে আরও ব্যবহারযোগ্য করে তোল এবং তারপরে ঐ ফাংশনগুলো এমনভাবে তৈরি কর যেন ফাংশনগুলো প্যারামিটার গ্রহণ করে এবং আউটপুট হিসেবে একটি মান ফেরত দেয়।
জাভাস্ক্রিপ্টে সহজে পাঠযোগ্য এবং বোধগম্য করে তৈরি করার জন্য অর্থাৎ সুন্দর করে লেখা, লেখার মাঝে ফাঁকা স্থান, নামকরণ এবং মন্তব্য ইত্যাদি কাজগুলো করার জন্য কীভাবে কোড লিখতে হয় তা শেখ।
এখন যেহেতু তুমি প্রোগ্রামিং এর মৌলিক বিষয়গুলো বুঝতে পেরেছ, এখন তুমি যে কাজটি করবে সেটা হল তুমি বেশ কিছু কৌশল এখানে শিখবে যেটা আরও ফলপ্রসূ এবং আরও সুন্দর কোড লিখতে তোমাকে সহায়তা করবে।