If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

বাটন কি?

বাটন। বাটন,বাটন,বাটন! এখানে বাটন বলতে পর্দায় বা ক্যানভাসে, এমন একটি স্থানকে বোঝায় যেখানে ক্লিক করলে কোন একটি নির্ধারিত কাজ হয়। এই ওয়েব পেজের দিকে লক্ষ্য কর, বাটনের মত দেখতে কতগুলো জিনিস দেখা যাচ্ছে? চারিদিকে লক্ষ্য কর, তোমার চারপাশে বাটনের মত দেখতে কতগুলো জিনিস তুমি দেখতে পারছ?
সবস্থানেই বাটন রয়েছে এবং আমরা অনেক সময় আমাদের প্রোগ্রামেও ব্যবহার করতে চাইব। নিচে প্রোগ্রামে ব্যবহৃত বাটনগুলোর উদাহরণ লক্ষ্য করি।
মিনি পুটের স্ক্রিনশট
মাছি না হবার6টি কারণ এর স্ক্রিনশট
ত্রিমাত্রিক (3D) রোলার কোস্টারের স্ক্রিনশট
অনেক প্রোগ্রামিং ভাষায় বাটন এবং অন্যান্য উপাদানগুলো ব্যবহারের জন্য তৈরি করা থাকে, যেমন ওয়েবের জন্য এইচটিএমএল ব্যবহার করা হয়, কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রসেসিং জেএস এরকমভাবে ব্যবহারযোগ্য নয়। অপরপক্ষে, প্রসেসিং জেএস দিয়ে আমরা যা করতে পারি তা হল:
  • বিভিন্ন ধরনের আকৃতি তৈরি এবং লেখার নির্দেশনা দেয়া
  • ইভেন্ট শোনার পথ তৈরি করে দেয়া
  • মাউস এর অবস্থান নির্ণয় করা
আমরা বৈশিষ্ট্যগুলো একত্রিত করে বাটন তৈরি করতে পারি এবং বাটন তৈরি করতে করতেই আমরা প্রোগ্রামিং সম্পর্কে আরও শিখতে পারি। আমরা সহজভাবে বাটন তৈরি করা দিয়ে কাজ করা শুরু করব, তারপর ফাংশন ব্যবহার করার মাধ্যমে কোডকে আরও ব্যবহার উপযোগী করব এবং সবশেষে অবজেক্ট ওরিয়েন্টেড ধারনার মাধ্যমে কোডটি আরও সংগঠিত করব।
এখন, বাটন ফাংশন সম্পর্কে জানা যাক!

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।