জাভাস্ক্রিপ্টের পরিচিতি কোর্সটি করা থাকলে তুমি জাভাস্ক্রিপ্ট, প্রসেসিং জেএস এবং গাণিতিক ধারণাগুলো এক সাথে করে তোমার প্রোগ্রামে কীভাবে পরিবেশের সিমুলেশন তৈরি করা সম্ভব তা তুমি শিখতে পারবে। এই কোর্সটির উৎপত্তি ঘটেছে Daniel Shiffman (ড্যানিয়েল শিফম্যান) এর লেখা "The Nature of Code" (কোডের প্রকৃতি) বইটি থেকে, যেটা CC BY-NC লাইসেন্সের অধিনস্ত।