মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 1
পাঠ 5: মৌলিক অ্যানিমেশন (Animation basics)অ্যানিমেশন কি?
প্রোগ্রামিং দক্ষতা ব্যবহার করে কীভাবে ছবি আঁকতে হয় তা শিখতে পারায় তোমাকে অভিনন্দন! এখন তুমি শিখবে অল্পকিছু কোড যোগ করার মাধ্যমে ঐ ছবিগুলো কীভাবে অ্যানিমেট করা যায়।
প্রথমে, চল দেখা যাক অ্যানিমেশন কি। প্রোগ্রামিং ছাড়া কীভাবে অ্যানিমেশন তৈরি করা যায়?
তুমি কিছু কাগজ নিয়ে, তার উপর আঁকাআঁকি কর, তারপর কাগজগুলোকে পর্যায়ক্রমে সাজিয়ে ফেল যাতে এটা দেখতে একটি অ্যানিমেশনের মত মনে হয়। আসলে এটাকে অ্যানিমেশনের মত তখনই মনে হবে যখন প্রত্যেকটি কাগজের ছবি একটি অন্যটির থেকে একটু ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, পেন্সিলে ও কাগজে অঙ্কন করা এই অ্যানিমেশনটি দেখো- একটি গাড়ি রাস্তায় চলছে:
সম্ভবত, এই অ্যানিমেশনটি তৈরি করতে অনেক সময় লেগেছে, আর এটা খুব একটি ভালও হয়নি। এটা অনেক সাদামাটা আর কোন রঙও এতে নেই।
কিন্তু এখন প্রযুক্তির যুগে আমরা বাস করছি! অল্প কয়েক মিনিটের মধ্যে, প্রোগ্রামিং দিয়ে অল্প কিছু কোড ব্যবহার করে আরও ভালো অ্যানিমেশন আমরা তৈরি করতে পারি, ঠিক এটার মত:
শিখতে চাও এটা কীভাবে করা হল? এগোতে থাক!
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।