মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
নির্দেশনা: রঙ নির্বাচন (color picking) করা
পূর্বের টক-থ্রু তে আমরা "রঙ নির্বাচক" ব্যবহার করে সহজেই রঙ খুঁজে বের করার পদ্ধতি আলোচনা করেছিলাম। টক-থ্রুতে রঙ নির্বাচকের কাজ দেখা যায় না, এজন্য রঙ নির্বাচক নিয়ে আমার করা কাজটি নিচে দেওয়া হল:
সংখ্যার উপরে যে কোন স্থানে ক্লিক কর তাহলে রঙ নির্বাচকের মেন্যুটি পপ আপ করবে। তারপরে, যদি ডান পাশে থাকা রঙের বারের উপরে ক্লিক করা হয়, সাধারণ রঙ তাহলে নির্বাচিত হবে আর যদি বাম পাশে থাকা বারে ক্লিক করা হয় তাহলে রঙের উজ্জ্বলতা (lightness/brightness) পরিবর্তন করা যাবে। পরবর্তী চ্যালেঞ্জে তুমি নিজেই এটা চেষ্টা করে দেখতে পার!
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।