If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

অন্যদের শিখতে সহায়তা কর!

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## শেখার সবচেয়ে ভাল পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে অপরকে শেখানো। যখন তুমি কাউকে কোন কিছু ব্যাখ্যা করবে, তখন তুমিও সেটা ভালভাবে বুঝতে পারবে। তুমি হয়তো অসংখ্য শিক্ষার্থীর মাঝে কাউকে এই খান একাডেমিতে প্রোগ্রামিং শেখাতে পারবে। তোমার যে জ্ঞান আছে তা থেকে তারা প্রত্যেকে লাভবান হতে পারবে। ৩টি উপায়ে সাহায্য করা যায় এবং আমি এখন সেগুলো সম্পর্কে বলবো। এই প্রারম্ভিক কোর্সে, তুমি অনেক চ্যালেঞ্জ এবং প্রকল্প পাবে। চ্যালেঞ্জগুলো স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন হয় তবে প্রকল্পগুলো উম্মুক্ত এবং সৃজনশীল বলে স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা সহজ নয়। তাই, তোমার মত বাস্তব মানুষেরা যারা জানে কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং সাহায্য করতে চায় তারা মূল্যায়নগুলো করে থাকে। তুমি যদি প্রকল্পগুলো মূল্যায়ন করতে চাও তাহলে মূলপাতায় গিয়ে ক্লিক কর প্রকল্পবিষয়ক ফীডব্যাক এ। মূল্যায়ন অনুরোধগুলো পাতার মাঝামাঝি পাবে। তোমার প্রিয় প্রকল্পগুলো মূল্যায়ন করতে পারো অথবা প্রথম থেকে শুরু করতে পারো। মূল্যায়নের সময় তুমি একটি বিধিমালা পাবে এবং তোমাকে বুঝতে হবে যে প্রকল্পটি লক্ষ্য পূরণ করছে কিনা। যদি না করে, তাহলে তুমি তাদের জানাতে পারো, কিভাবে তা লক্ষ্য অর্জন করবে। প্রকল্পগুলো হল অন্তর্বর্তী প্রক্রিয়া। শিক্ষার্থীরা তাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সেগুলোতে কাজ করবে। তাই তাদের কোথায় উন্নতি প্রয়োজন মূল্যায়নের মাধ্যমে তা তারা বুঝতে পারবে। মূল্যায়ন শেষে তুমি বিভিন্ন মন্তব্যও করতে পারো। শিক্ষার্থীদের ভাল কিছু বলা এবং প্রোগ্রামিং এ উৎসাহিত করার জন্য এটি একটি আদর্শ স্থান। আর যদি তুমি চাও তাহলে প্রকল্পটিকে ধনাত্মক ভোটও দিতে পারো। আমরা দেখে অবাক হই যখন তোমরা প্রকল্পগুলোতে চমৎকার কিছু কর। কখনো কখনো, প্রোগ্রামিং এর সময় তুমি কোথাও আটকে যেতে পারো। হয়তো তুমি বুঝতে পারছো না স্প্যাগেটি আঁকতে কিভাবে বেজিয়ে ফাংশন ব্যবহার করবে অথবা তোমার উইনস্টোন ঠিকভাবে পুরো স্ক্রিন জুড়ে লাফাচ্ছে না। এরকম সময় তুমি সহায়তা অনুরোধ করতে পারো এবং গোষ্ঠীর কাছে সাহায্য চাইতে পারো। তুমি এরকম সহায়তা অনুরোধের উত্তর দিতে চাইলে কম্পিউটার প্রোগ্রামিং এর মূলপাতায় গিয়ে প্রকল্পবিষয়ক ফীডব্যাকে ক্লিক কর। সম্প্রতি সহায়তা অনুরোধগুলো প্রথমে পাবে এবং সেখান থেকে ব্রাউজ করে তোমার দক্ষতা অনুসারে প্রকল্প বেঁছে নিতে পারো। তুমি নিজের প্রোগ্রামেও সহায়তা অনুরোধ করতে পারো। আমরা বিশ্বাস করি যে শিক্ষকরাও শিখতে পারেন এবং একই সাথে শিক্ষার্থীরাও শেখাতে পারে। এমনকি অন্যদের সহায়তা অনুরোধের উত্তর পড়েও তুমি অনেক কিছু শিখতে পারবে। সেটা করতে, উত্তর ট্যাবে ক্লিক করে অন্যদের দেয়া উত্তরগুলো দেখো। তুমি উত্তর পড়েই অনেকটা সময় কাটিয়ে দিতে পারো। মনে আছে, যখন তুমি টক থ্রু দেখছিলে এবং তোমার মনে প্রশ্ন ছিল, তখন হয়তো তুমি প্রশ্নগুলো দেখেছিলে এটা জানতে যে অন্য কারো একই প্রশ্ন আছে কিনা বা হয়তো তুমি নিজেই প্রশ্ন করেছিলে এবং হয়তো কেউ উত্তরও দিয়েছিল। এখন তুমিও অন্য প্রশ্নকারীকে সাহায্য করতে পারো। কম্পিউটার প্রোগ্রামিং এর মূলপাতায় যাও এবং সর্বসাধারণের প্রশ্নে ক্লিক কর। এবং তুমি সম্প্রতি সব প্রশ্ন সেখানে দেখতে পাবে এবং সেখান থেকে বাছাই করে উত্তর দিতে পারবে। এই ছিল নতুন প্রোগ্রামারদের সহায়তা করার বিভিন্ন উপায়। আর তোমার হয়তো নিজেকে নতুন প্রোগ্রামার মনে হচ্ছে কিন্তু তুমি আসলে পৃথিবীর ৯৯ ভাগ মানুষের চেয়ে বেশি জানো। জ্ঞানটুকু নিজের মাঝেই সীমাবদ্ধ রেখো না। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##