মূল বিষয়বস্তু
Unit 3: এসকিউএল (SQL) পরিচিতি: তথ্য অনুসন্ধান ও নিয়ন্ত্রন
এই অধ্যায় সম্পর্কিত
তথ্য জমা, অনুসন্ধান এবং নিপূনভাবে ব্যবহার করতে কীভাবে এসকিউএল ব্যবহার করতে হয় তা শিখ। এসকিউএল একটি বিশেষ ধরনের প্রোগ্রামিং ভাষা যা দিয়ে তথ্য ব্যবস্থাপনা করার জন্য একটি রিলেশনাল ডেটাবেজের নকশা তৈরি করা হয় এবং বহুসংখ্যক অ্যাপ ও প্রতিষ্ঠান এটি ব্যবহার করে থাকে।কীভাবে ছক তৈরি করতে হয় এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে ডাটা কীভাবে নির্বাচন করতে হয় তা এখানে তোমাকে দেখানো হবে।
শিখো
উচ্চতর এসকিউএল কুয়েরি ব্যবহার করে AND/OR, IN, LIKE, HAVING ইত্যাদি কমান্ড কীভাবে কাজ করতে পারে তা শিখ।
শিখো
কীভাবে সম্পর্কযুক্ত ডাটা একাধিক সারণিতে সংরক্ষণ করতে হয় এবং joins কমান্ড ব্যবহার করে ডাটাগুলো কীভাবে একসাথে করা হয় তা শিখ (inner joins, outer joins এবং self joins)।
শিখো
UPDATE, DELETE, ALTER এবং DROP এই এসকিউএল কমান্ডগুলো ব্যবহার করে কীভাবে ডাটা আপডেট, মুছে ফেলা এবং ছক পরিবর্তন করতে হয় তা শেখ।
শিখো
এসকিউএল এবং ডেটাবেজ সম্পর্কে শেখা চালিয়ে যেতে পার সে সম্পর্কে নতুন নতুন ধারণা তৈরি কর।