মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 3
পাঠ 1: প্রাথমিক এসকিউএল- এসকিউএল- এ স্বাগতম
- টেবিল (table) তৈরি করা ও ডাটা প্রবেশ করানো
- চ্যালেঞ্জ: বইয়ের তালিকার ডেটাবেজ
- টেবিলে কুয়েরি করা
- চ্যালেঞ্জ: শীর্ষ বক্স অফিসের ডেটাবেজ
- সঞ্চিত তথ্য
- চ্যালেঞ্জ: TODO তালিকার ডেটাবেজ সংক্রান্ত পরিসংখ্যান
- এস-কিউ-এল অথবা সিকিউএল?
- প্রকল্প: একটি দোকানের ডেটাবেজ ডিজাইন করা
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
এস-কিউ-এল অথবা সিকিউএল?
এটার উচ্চারন কিরকম হবে? কেন? আলোচনা করা যাক...
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।
ভিডিও ট্রান্সক্রিপ্ট
## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## এই অবস্থায় তুমি হয়তো আমাকে এসকিউএল
দুইভাবে উচ্চারন করতে শুনবে-- সিকুয়েল অথবা এস-কিউ-এল। তোমাদের কেউ হয়তো অসন্তুষ্ট হতে পারো কারন আমি একেকবার একেকভাবে উচ্চারণ করছি, এবং তোমরা এটাই বিশ্বাস করবে যে তোমার প্রিয় উচ্চারণটি ই সঠিক। তার মানে কী হলো? ১৯৭০ এর শুরুর দিকে আইবিএম
সর্বপ্রথম এসকিউএল উদ্ভাবন করে। এবং প্রথম যে ভার্সনটি ছিল
তাকে বলা হত সিকুয়েল, যার মানে ছিল
স্ট্রাকচার্ড ইংলিশ কুয়েরী ল্যাংগুয়েজ। সেই আদ্যক্ষর, সিকুয়েল, পরবর্তীতে
এস-কিউ-এল এ পরিবর্তিত হয়ে যায়, কারণ সিকুয়েল ইতোমধ্যেই একটি
উড়োজাহাজ কোম্পানির ট্রেডমার্ক ছিল, আর কোম্পানিগুলো সত্যিই
ট্রেডমার্ক মামলায় জড়াতে চায় না। এখনও আমাদের অনেকেই
এটাকে সিকুয়েল ই বলে থাকে, কারন এভাবে সংক্ষেপে বলা যায়, এবং এর পিছনে ঐতিহাসিক কারণও রয়েছে। আমি যখন বিশ্বের কিছু ডেভেলপারদের নিয়ে
একটি জরিপ করেছিলাম, আমি দেখেছিলাম ইংরেজি যাদের মাতৃভাষা নয়,
তারা এস-কিউ-এল বলে, যেমন, স্প্যানিশরা বলে এসে কু এলে। আমাদের ভিডিওগুলো যেহেতু
খান একাডেমিতে অনুবাদ করা হয়, আমি তাদের জন্য আরও সহজ করে দিতে পারি যেন তারা ভিডিওর গতির সাথে
তাল মিলিয়ে কাজ করতে পারে, তাই আমি এস-কিউ-এল দীর্ঘভাবে উচ্চারণ করবো। কিন্তু প্রাত্যহিক জীবনে,
আমি সিকুয়েল বলে অভ্যস্ত, সুতরাং আমি দুটোই বলবো। এখন তুমি বুঝতে পারলে যে,
এস-কিউ-এল এবং সিকুয়েল একই জিনিস, এবং হয়তো তোমার বাকি জীবনে
তুমি দুটোই শুনতে পাবে। পৃথিবী একটি বিশৃঙ্খল জায়গা, কিন্তু এখন অন্তত এ সম্পর্কে তোমার
প্রশ্নগুলো করার একটি পদ্ধতি আছে, ঠিক না? ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##