If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কম্পাংক স্থায়িত্বের বৈশিষ্ট্য সম্পর্কিত সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

তুমি কি একটি মুদ্রা নিক্ষেপের মাধ্যমে পাওয়া দৈবতা এবং তোমার নিজস্ব অনুমানের উপরে ভিত্তি করে পাওয়া দৈবতার মধ্যে কোন পার্থক্য রয়েছে কিনা তা বলতে পারবে? এই ছোট ভিডিওটি কম্পাঙ্কের স্থায়িত্বের বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করে দেখছে। এটি তৈরি করেছে ব্রিট ক্রুজ

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## নিম্নের বিবেচনায়ঃ মনে করি দুটি কক্ষের, প্রতিটির ভিতর একটি সুইচ আছে। এক কক্ষে একজন মানুষ তার সুইচ চাপল। একটি মুদ্রা উল্টানোর মত। যদি এটা হেড উঠে, তাহলে সুইচ অন সংকেত দেয়।। এবং যদি মুদ্রার উলটা পিঠ হয়, সুইচ বন্ধ। অন্য কক্ষে, আরেকজন মহিলা তার লাইট সুইচ চাপল অনুমানের উপর ভিত্তি করে। তিনি একটি মুদ্রা ছাড়া এলোমেলো করার চেষ্টা করল। তারপর আমরা ঘড়ি ছেড়ে দিলাম এবং তাদের সুইচ এর মিল করতে। এটা কি আমরা নির্ধারণ করতে পারব যে সুইচ চাপলে কোন আলো জ্বলবে? হ্যাঁ, আমরা বলতে পারব। কিন্তু কিভাবে? এবং নির্দিষ্ট কোন প্যাটার্ন না খুঁজে বরং ধারার বৈশিষ্ট্য সম্পর্কে চিন্তা করা। উদাহরণস্বরূপ, আমরা প্রথম চেষ্টা করি ১ এবং ০ এর সংখ্যা গণনা করে। যা ক্রমানুসারে ঘটবে। অনেকটা কাছাকাছি কিন্তু যথেষ্ট নয় যদিও উভয় মোটামুটি একই। সংখ্যার ধারা গণনা করে এই উত্তর হয় যেমন পরপর তিনটি সুইচ চালু করা একটি আসল এলোমেলো ধারা হল যে কোন সীমার ধারা ধারণ করা। একে স্থিতিশীল কম্পাঙ্ক বলা হয় এবং গ্রাফে তা দেখানো হলো। চালাকিটা এখন সুস্পষ্ট। কিছু অনুমান করতে হলে নির্দিষ্ট ধারার দরকার হয় এখানে অসমান ফলাফল দেখতে পাব। একটি কারন এটি হয়, কিছু ফলাফল অন্যদের তুলনায় কম এলোমেলো এই চিন্তা করাটা আমাদের ভুল। কিন্তু সেই সাথে বুঝতে হবে সৌভাগ্য সংখ্যা বলে কিছু নেই। সৌভাগ্য ধারা বলেও কিছু নেই। একটি মুদ্রা ১০ বার ছুড়ে মারলে সমান সম্ভাবনা থাকে সব হেড, সব টেল , অথবা অন্য কোন ধারা মনে করা যায়। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##