If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

ওয়ান-টাইম প্যাড

নিখুঁত সাইফার। এটি তৈরি করেছে ব্রিট ক্রুজ

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## চার'শ বছর ধরে, সমস্যাটা রয়েই গেছে। এলিস কিভাবে এমন একটি সাইফার তৈরি করবে যেটি তার ফিঙ্গারপ্রিন্টকে গোপন রাখবে সেইসাথে তথ্য ফাঁস হতে দিবে না। এর উত্তর হলঃ এলোমেলো করে দেয়া। মনেকরি, এলিস একটি ২৬ ছকের গুটির চালিয়ে একটি দীর্ঘ তালিকা তৈরী করে, এবং তা কোড শব্দের পরিবর্তে, ববের সঙ্গে শেয়ার করে। তার বার্তা সাংকেতিক করতে, এলিস এর পরিবর্তে এলোমেলোভাবে শিফট ব্যবহার করল। এক্ষেত্রে এই শিফট বার্তার সমান হওয়া দরকার পুনরাবৃত্তি এড়ানোর জন্য। তারপর, সে বার্তা ববকে পাঠায় যে অর্থ উদ্ধারের জন্য একই এলোমেলো শিফট ব্যবহার করে। এখন ইভের একটি সমস্যা হবে, কারণ সাংকেতিক বার্তার ফলাফলের দুটি শক্তিশালী বৈশিষ্ট্য থাকবেঃ এক, কখনও প্যাটার্নটি পুনরাবৃত্তিমূলক হবে না; এবং দুই, সাংকেতিক বার্তায় একটি অভিন্ন কম্পাঙ্ক বন্টন থাকবে। কারণ, এখানে কোন কম্পাঙ্ক পার্থক্য নেই, এবং কোন কিছু ফাঁস হবে না, ইভের জন্য এই সাংকেতিক বার্তা উদ্ধার এখন অসম্ভব। এটা সম্ভবত সাংকেতিক করার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। এবং এটি ১৯ শতকের শেষের দিকে উত্থান হয়। এটা এখন ওয়ান-টাইম প্যাড নামে পরিচিত। ওয়ান-টাইম প্যাডের কার্যকারিতা বোঝার জন্য আমাদের সংযুক্তিকরণ বিস্ফোরণ বুঝতে হবে। উদাহরণস্বরূপ, সিজার সাইফারে প্রতিটি অক্ষর স্থানান্তরিত হয়। যা ১ এবং ২৬ এর মধ্যে ছিল। যদি এলিস তার নাম সাংকেতিক করে, এটা ১ এবং ২৬ এর মধ্যে থাকবে, ছোট সংখ্যাদলের মধ্যে থেকে সম্ভাব্য উত্তর পাওয়া সহজ এবং সহজেই সবগুলো যাচাই করা যায়। এটি ব্রুট ফোর্স সার্চ নামে পরিচিত। ওয়ান টাইম প্যাডের সাথে তুলনা করলে, যেখানে প্রতিটি বর্ণ স্থানান্তরিত করা যায় ১ এবং ২৬ এর মধ্যে। এখন সম্ভাব্য সাংকেতিক বার্তা হবে ২৬ কে ৫ বার ২৬ দ্বারা গুন করার সমান। যা প্রায় ১২ মিলিয়ন হয়। কখনও কখনও তা চিন্তা করাও কঠিন। চিন্তা করি সে একটি পাতায় তার নাম লিখেছে, এবং প্রত্যেকটি সম্ভাব্য সংকেত একটার উপরে আরেকটা রাখছে। কত উঁচু হবে বলে মনে হয়? পাঁচটি বর্ণের সম্ভাব্য প্রায় ১২ মিলিয়ন নাম। যা অনেক কাগজের সারি হবে। এক কিলোমিটার এর বেশি। এলিস যখন ওয়ান টাইম প্যাডে তার নাম সাংকেতিক করে, যার ফলাফল হবে এলোমেলো ভাবে একটি নাম নেয়া, ইভের দৃষ্টিকোণ থেকে, যে সংকেত উদ্ধার করে, প্রত্যেকটি ৫ বর্ণের সাংকেতিক শব্দ সেই সারির যেকোনটিই হতে পারে। সুতরাং, যথাযথ ভাবে গোপনীয় থাকে। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##