মূল বিষয়বস্তু
কম্পিউটার বিজ্ঞান
কোর্স: কম্পিউটার বিজ্ঞান > অধ্যায় 2
পাঠ 3: ক্রিপ্টোগ্রাফি চ্যালেঞ্জ 101যাচাই বিন্দু
অভিনন্দন, তুমি এটি তৈরি করতে পেরেছ!
দেখা যাচ্ছে তুমি The Discovery তে পাওয়া গোপন বার্তাটি এখন পর্যন্ত ডিক্রিপ্ট করতে পার নি।
চিন্তা করার কিছু নেই, কয়েকজন ব্যবহারকারী কোন ধরনের সুত্রের ব্যবহার ছাড়ায় এই প্রক্রিয়ায় 3 সপ্তাহ পর্যন্ত কাজ করে গেছেন।
এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য তোমার কাছে দুইটি উপায় আছে শিক্ষক অথবা শিক্ষার্থী হিসেবে।
মাস্টার
কোন ধরনের সূত্র ব্যবহার না করেই যে ব্যবহারকারীগণ এটি ডিক্রিপ্ট করতে চাইছে এটি সেই ব্যবহারকারীদের জন্য। কাজটি সহজ না। তুমি নিরলসভাবে কাজ করে যেতে পার এবং যখন তুমি প্রস্তুত হয়ে যাবে তখন কোন সূত্র ব্যবহার না করেই ক্রিপ্টো চেকপয়েন্ট 2 এবং 3 এর সবগুলো প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার মনে রাখা দরকার, তুমি কোন সূত্র ব্যবহার করছ কিনা তা তোমার প্রোফাইল থেকে পরীক্ষা করে দেখা সম্ভব।
কোন ধরনের সূত্র ব্যবহার না করেই যে ব্যবহারকারীগণ এটি ডিক্রিপ্ট করতে চাইছে এটি সেই ব্যবহারকারীদের জন্য। কাজটি সহজ না। তুমি নিরলসভাবে কাজ করে যেতে পার এবং যখন তুমি প্রস্তুত হয়ে যাবে তখন কোন সূত্র ব্যবহার না করেই ক্রিপ্টো চেকপয়েন্ট 2 এবং 3 এর সবগুলো প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার মনে রাখা দরকার, তুমি কোন সূত্র ব্যবহার করছ কিনা তা তোমার প্রোফাইল থেকে পরীক্ষা করে দেখা সম্ভব।
শিক্ষানবিশ
ব্যবহারকারীদের জন্য এটি কঠিন একটি কাজ যারা এখনও আটকে আছে কিন্তু কাজটি শেষ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তোমার এই সাহসিকতায় আমাদের অভিনন্দন। তুমি চাইলে ক্রিপ্টো চেকপয়েন্ট 2 এ থাকতে পার এবং সুত্রের জন্য ঘুরে বেড়াতে পার। সুত্রগুলো তোমাকে এনক্রিপশনের সাথে সংযুক্ত তথ্য দিয়ে সাহায্য করবে। আশা করা যায় এই সুত্রগুলো তোমাকে সমাধানের দিকে নিয়ে যাবে যার এবং তারপরে তুমি ক্রিপ্টো চেকপয়েন্ট 2 এর দিকে যেতে পারবে।
ব্যবহারকারীদের জন্য এটি কঠিন একটি কাজ যারা এখনও আটকে আছে কিন্তু কাজটি শেষ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তোমার এই সাহসিকতায় আমাদের অভিনন্দন। তুমি চাইলে ক্রিপ্টো চেকপয়েন্ট 2 এ থাকতে পার এবং সুত্রের জন্য ঘুরে বেড়াতে পার। সুত্রগুলো তোমাকে এনক্রিপশনের সাথে সংযুক্ত তথ্য দিয়ে সাহায্য করবে। আশা করা যায় এই সুত্রগুলো তোমাকে সমাধানের দিকে নিয়ে যাবে যার এবং তারপরে তুমি ক্রিপ্টো চেকপয়েন্ট 2 এর দিকে যেতে পারবে।
তোমার তথ্যের জন্য পুলিশ অপেক্ষা করছে...
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।