মূল বিষয়বস্তু
কম্পিউটার বিজ্ঞান
কোর্স: কম্পিউটার বিজ্ঞান > অধ্যায় 2
পাঠ 3: ক্রিপ্টোগ্রাফি চ্যালেঞ্জ 101সূত্র #4
অবশেষে তুমি সেফ হাউসের দিকে অগ্রসর হলে...
জায়গাটা পরিস্কার।
সৌভাগ্যবশত তুমি ফ্ল্যাশলাইট নিয়ে এসেছিলে...
ওহ! আবর্জনা...
নোটগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোডের সাথে সম্পর্কযুক্ত...
তুমি চাও না যে কেউ জানতে পারুক যে তুমি এখানে ছিলে, তাই তৎক্ষণাৎ আবর্জনাগুলো রেখে দিলে এবং তুমি পালালে।
আশা করা যায় প্রাথমিক গুপ্ত কোডটি ভাঙ্গার জন্য তুমি যথেষ্ট তথ্য পেয়েছ...
সূত্র
1) মনে রাখবে দি ডিসকভারিতে থলের ভেতর খবরের কাগজের একটি ক্লিপিং ছিল
2) এটা নিশ্চিত কর যে তুমি বিভিন্ন ধরনের সংখ্যা ভিত্তির সাথে ভালোভাবে পরিচিত, যেমন বাইনারি সংখ্যা
3) একটি ফ্রিকুয়েন্সি স্টেবিলিটি টুল কাজে আসতে পারে।
4) কোড তৈরির সময় XOR অপারেশন ব্যবহার করা হয়েছিল।
2) এটা নিশ্চিত কর যে তুমি বিভিন্ন ধরনের সংখ্যা ভিত্তির সাথে ভালোভাবে পরিচিত, যেমন বাইনারি সংখ্যা
3) একটি ফ্রিকুয়েন্সি স্টেবিলিটি টুল কাজে আসতে পারে।
4) কোড তৈরির সময় XOR অপারেশন ব্যবহার করা হয়েছিল।
এখনও সমস্যাটি সমাধান করতে পারনি?
পরের অনুশীলনীতে টিকাগুলো চেক কর
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।