If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

পরবর্তীতে আমরা কি শিখব?

পরবর্তী পাঠে আমরা কি শিখতে পারি তা নির্ধারণ করতে সহায়তা কর! তুমি কি শিখতে চাইছ? এটি তৈরি করেছে ব্রিট ক্রুজ

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## তুমি “ক্রিপ্টোগ্রাফি” সিরিজের প্রথম চেক পয়েন্টে পৌঁছে গেছো এবং এখন আমি পরবর্তীতে কী আসছে সে সম্পর্কে বলতে চাই, কারণ, আমি একটি নতুন সিরিজ নিয়ে কাজ করছি। যাই হোক, এখানেই এর শেষ নয়। আমরা এখনও শুরুর দিকে আছি। তাহলে আমি ৩টি ভিন্ন চেকপয়েন্ট ভিডিও করতে যাচ্ছি। এটি এডভান্সড পাঠ সম্পর্কে। যাই হোক, আমি শেষে পরীক্ষা এবং চ্যালেঞ্জ সম্পর্কে বলতে চাই, এবং আমরা ক্রিপ্টোগ্রাফিতে প্রচলিত ইন্টারেক্টিভ এক্সপ্লোরেশন ও কম্পিউটার বিজ্ঞানের আরও পাঠ সম্পর্কে আলোচনা করতে পারি। কিন্তু এখন, চল আমরা এডভান্সড পাঠ সম্পর্কে বলি। যখন আমি ‘এডভান্সড’ বলি, এর মানে অবশ্যই আমি ‘কঠিন পাঠ’ বলছি না, আমি বোঝাতে চাইছি ‘আরো বিস্তারিত’। আমি তোমাকে একটা তত্ত্বীয় ধারণা দিচ্ছি যে এই সিরিজ এবং পরবর্তী সিরিজ সম্পর্কে আমি কী ভাবছি। আমি প্রত্যেক সিরিজকে একটি গাছের কাণ্ড হিসেবে চিন্তা করবো যেখানে আমি তোমাকে প্রাগৈতিহাসিক যুগ থেকে বিংশ শতাব্দীর কাছাকাছি নিবো, যা এখানে ভিন্ন কিছু সূত্র সম্বলিত রয়েছে। এবং এই ধারণাগুলো পৃথক শাখায় থাকবে। যখন তুমি বিংশ এবং একবিংশ শতাব্দীতে উপনীত হবে, তখন এগুলো খুব নির্দিষ্টভাবে গুরুত্ব পাবে। এবং এখানে নিচে পাতায়, এগুলো বর্তমান গবেষণার প্রশ্ন, যা এখানে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কিত সমস্যা এবং এখানে র‍্যান্ডোমাইজড এলগরিদম বা হ্যাশ ফাংশনের উপর করা খুব নির্দিষ্ট কাজ সম্পর্কে হতে পারে। এবং এখানে আমাদের নতুন সার্বজনীন-কী প্রোটোকল থাকতে পারে কারণ আরএসএ প্রথম ছিল। অথবা আমাদেরও এনক্রিপশন মানদন্ড, যেমন ডিইএস এবং এইএস আছে। আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির উপর একটি সম্পূর্ণ নতুন শাখা থাকতে পারে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে, এই সিরিজের শাখায় বিভক্ত অনেক বিভিন্ন বিষয় আছে। এবং তাদের সবগুলোকে আমার মূল্যায়ন করা সম্ভব নয়। তাহলে আমি এই ভিডিওটি ঠিক এখানে ছাড়ার কথা ভাবছি। এটি এক ধরনের সংযোগ বিন্দু। এখন সময়ের সাথে সাথে গাছ টি কে বিভিন্ন শাখা দিয়ে ধীরে ধীরে পূরণ করতে আমি কমিউনিটি এবং অন্যান্য ভিডিও প্রস্তুতকারকদের সাহায্য নিতে পারি। বিশেষত, কমিউনিটির সাহায্যে করতে পারি। আমি সত্যিই প্রশ্নোত্তর কমিউনিটি এবং মানুষ কীভাবে খান একাডেমির কাজে সাহায্য করতে পারে সে কাজ সম্পন্ন হওয়া সম্পর্কে জানতে আগ্রহী। উদাহরণস্বরূপ, শর্তানুযায়ী এই শাখাগুলো যে কোন দিকে যেতে পারে, আমি লক্ষ্য করেছি একটি সাধারণ শাখায় গুচ্ছ গুচ্ছ প্রশ্ন রয়েছে। উদাহরণস্বরূপ, ‘সিউডো-র‍্যাণ্ডোম নাম্বার জেনারেটর’ এর অধীনে, এখানে দু'টি প্রশ্ন আছেঃ একটি সনি এবং অন্যটি ড্রাকেইন এর করা। ড্রাকেইন এর প্রশ্ন হলোঃ "মিলিসেকেন্ড সময়কে কেন তিনি উপযুক্ত র‍্যানন্ডোম বীজ হিসেবে প্রস্তাব করেছেন? এটা নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক অগ্রহণযোগ্য। তোমার মেশিনের এই সময় হলো আমার মেশিনের এই সময়, ১০০ মিলিসেকেন্ড দাও বা নাও, যা পাশবিক আক্রমণের শিকার হতে পারে।" এবং আবার, এটাও একটি বড় প্রশ্ন যেহেতু আমি ক্রিপ্টোগ্রাফিকালি নিরাপদ সুইডো- র‍্যান্ডোম উৎপাদক উপস্থাপন করিনি তাই এটি এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলছে। বিংশ শতাব্দীর শুরুতে তাই মধ্যম বর্গ পদ্ধতি ফিরে এসেছে। কিন্তু আজ পর্যন্ত, আমরা মধ্যম বর্গ পদ্ধতি ব্যবহার করি না। এবং এটা হল একটি আকর্ষণীয় শাখা। এই ধরনের প্রশ্ন গুলো একসাথে আছে এবং এগুলো নতুন কন্টেন্ট এর দিকে ধাবিত করছে । এটা কিভাবে সম্পন্ন হয়েছে তার একটা মজার উদাহরণ আমি তোমাকে দেখাতে চাই। এটা ‘ওয়ান টাইম প্যাড’- ভিডিও তে স্যামুয়েলের জিজ্ঞাসিত একটি প্রশ্ন। সে বলেছিলঃ “কম্পিউটার কি সকল সম্ভাব্যতার পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবে না?” এবং চাক প্যাট্রোলও মূলত একই প্রশ্ন জিজ্ঞেস করেছিল। আমি এই প্রশ্নের পুনরাবৃত্তির ঘটনা অনেক দেখেছি। একটি নতুন ভিডিও এর প্রয়োজনে সব একই প্রশ্ন করা হয়। তাই আমি “পারফেক্ট সিক্রেসি” এর উপর একটি ভিডিও তৈরি করেছিলাম যা এনক্রিপশন জগতে র‍্যান্ডমনেস বাদ না দিয়ে তুমি কীভাবে করবে তা উল্লেখ করে। এই ভিডিও এর বাইরে, ডন একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে। তারা যা করেছে, মূলত তারা আমার ভিডিওকে দুটি বাক্যে সংক্ষিপ্ত করেছে। তাহলে, এই শাখাগুলো পূর্ণ করতে আমি আরো চেষ্টা করতে চাইঃ প্রশ্ন সংগ্রহ করা, নতুন কন্টেন্ট তৈরি করা, এবং এই প্রতিক্রিয়া দেখা এবং চিন্তা করা যে আমরা কী করতে পারি। এখন আমি যা চাই তা হলো সম্পূর্ণ এর সিরিজ ভিডিও দেখার পর তোমার মনে যা প্রশ্ন আসবে তা তুমি নিচে মন্তব্য কর। কতিপয় ভিডিও সম্পর্কে নির্দিষ্ট বিবরণ নিয়ে নয়, যেগুলো ভিডিও এর সাথে যেতে পারে। কিন্তু নতুন প্রশ্ন, যা নতুন কিছু সমস্যা উত্থাপন করে। এবং যা আমি মনে করি, তোমার প্রশ্নের উত্তর আসবে, আমার এবং কমিউনিটি উভয়পক্ষ থেকেই। তাহলে আমাদের একাধিক উত্তর থাকবে। এবং আমি যা করতে পারি তা হল, এই উত্তর গুলো নিয়ে এগুলোর উপর কাজ করে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর আরও উন্নত ভিডিও তৈরী করতে পারি যা সম্পর্কে কমিউনিটির বৃহৎ অংশ সতর্ক। তাহলে আশা করি, নিচের আলোচনার মাধ্যমে, সময়ের সাথে সাথে আমরা আরও নতুন কিছু ভিডিও তৈরি করতে পারবো। আমি সঠিকভাবে বলতে চাইঃ এটা একটি চলমান পদ্ধতি। এটা কাল বা পরবর্তী সপ্তাহে হবে না। আমি আশা করি এটি এক মাসের মধ্যে, এমনকি এক বছরেও হতে পারে। এই সিরিজের পরে আমাদের নতুন ভিডিও তৈরী করতে হতে পারে, এবং এই ভিডিওগুলো আমার নিজের, কমিউনিটির এবং হয়তো অন্য ভিডিও নির্মাতাদের সম্মিলিত প্রচেষ্টা হবে। তাহলে, নিচে মন্তব্যে জানাও তুমি কী ভাবছো এবং আমরা শুরু করি। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##