If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

আওয়ার অফ কোড

আওয়ার অফ কোডের বাইরে থাকা কোড

আনন্দিত হপারের লাফানো
চমৎকার, তুমি এটা দেখছ অর্থাৎ তুমি আমাদের আওয়ার অফ কোড টিউটোরিয়ালটি সম্পন্ন করেছ!
আমরা আগেই বলেছিলাম যে এক ঘন্টায় আমরা অনেক কিছু শিখিয়ে ফেলতে পারবো না, কিন্তু আশা করি এই এক ঘন্টায় তুমি কোডিং এর মজাটা ধরতে পেরেছ।
যদি তুমি প্রোগ্রামিং শেখা চালিয়ে যেতে চাও, আমাদের কাছে অনেককিছু আছে তোমাকে শেখানোর জন্য। তুমি চাইলে আমাদের Intro to JS course লিঙ্কে গিয়ে দেখতে পার।
তুমি ইতোমধ্যেই অঙ্কন এবং রঙ করা শিখে ফেলেছ। সুতরাং, তুমি চলকের টিউটোরিয়াল নিয়ে কাজ শুরু করতে পার। যদি তুমি অঙ্কন এবং রঙ করা নিয়ে আরও কাজ করতে চাও তাহলে তুমি একটি নতুন প্রোগ্রাম তৈরি কর‍তে পার।
আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের কোডিং গোষ্ঠীতে স্বাগতম! ​

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।