If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

আওয়ার অফ কোড

খান একাডেমিতে (KA) কোডিং করা শেখা

এখানে একটি সংক্ষিপ্ত বিবরণী দেওয়া আছে কীভাবে তুমি খান একাডেমিতে কোডিং শিখতে পার:
  • নতুন ধারনাগুলো টক-থ্রু এর মাধ্যমে শিখে নাও, যেটা অনেকটা ভিডিওর মত কিন্তু আরও প্রতিক্রিয়াশীল।
  • ধাপে-ধাপে চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণ কর নতুন শিখতে পারা ধারনাগুলো চর্চা করার জন্য।
  • সবশেষে, একটি প্রকল্পে কাজ কর যেখানে তোমার আরও চর্চা হবে এবং যেই দক্ষতাগুলো অর্জন করেছ সেগুলো নিয়ে আরও সৃষ্টিশীল হতে পারবে।
তোমার কোন কিছু ডাউনলোড করা লাগবে না, কারণ কোডিং এডিটর এই ওয়েবসাইটেই দেওয়া আছে। তুমি দেখবে টক-থ্রুতে এটি ব্যবহার হচ্ছে এবং চ্যালেঞ্জে অংশগ্রহনের সময় তুমি নিজেই এটি ব্যবহার করবে।
এখন প্রথম টক-থ্রু নিয়ে কাজ করার সময় হয়েছে, সাইডবারে থাকা পরবর্তী লিংকটিতে ক্লিক কর!

আলোচনায় অংশ নিতে চাও?

ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।