মূল বিষয়বস্তু
আওয়ার অফ কোড
কোর্স: আওয়ার অফ কোড > অধ্যায় 1
পাঠ 1: Drawing with code- আওয়ার অফ কোডে™ স্বাগতম!
- খান একাডেমিতে (KA) কোডিং করা শেখা
- কোড করে আঁকা
- নির্দেশনা: সংখ্যা পরিবর্তন (number scrubbing)
- চ্যালেঞ্জ: সাধারণ তুষার মানব (snowman)
- কোড করে আরও আকৃতি আঁকা
- চ্যালেঞ্জ: হাত বিশিষ্ট তুষার মানব
- কোড দিয়ে রঙ করা
- নির্দেশনা: রঙ নির্বাচন (color picking) করা
- চ্যালেঞ্জ: রৌদ্রজ্জ্বল তুষারাবৃত দিন
- নির্দেশনা: নথির ব্যবহার!
- একটি অঙ্কন প্রকল্প নেওয়া যাক!
- প্রকল্প: সুপার তুষারমানব
- প্রকল্প: বন্য প্রাণী
- প্রকল্প: আত্ম-প্রতিকৃতি
- আওয়ার অফ কোডের বাইরে থাকা কোড
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
খান একাডেমিতে (KA) কোডিং করা শেখা
এখানে একটি সংক্ষিপ্ত বিবরণী দেওয়া আছে কীভাবে তুমি খান একাডেমিতে কোডিং শিখতে পার:
- নতুন ধারনাগুলো টক-থ্রু এর মাধ্যমে শিখে নাও, যেটা অনেকটা ভিডিওর মত কিন্তু আরও প্রতিক্রিয়াশীল।
- ধাপে-ধাপে চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণ কর নতুন শিখতে পারা ধারনাগুলো চর্চা করার জন্য।
- সবশেষে, একটি প্রকল্পে কাজ কর যেখানে তোমার আরও চর্চা হবে এবং যেই দক্ষতাগুলো অর্জন করেছ সেগুলো নিয়ে আরও সৃষ্টিশীল হতে পারবে।
তোমার কোন কিছু ডাউনলোড করা লাগবে না, কারণ কোডিং এডিটর এই ওয়েবসাইটেই দেওয়া আছে। তুমি দেখবে টক-থ্রুতে এটি ব্যবহার হচ্ছে এবং চ্যালেঞ্জে অংশগ্রহনের সময় তুমি নিজেই এটি ব্যবহার করবে।
এখন প্রথম টক-থ্রু নিয়ে কাজ করার সময় হয়েছে, সাইডবারে থাকা পরবর্তী লিংকটিতে ক্লিক কর!
আলোচনায় অংশ নিতে চাও?
- I don't know the abc of coding so what should I do?(1 টি ভোট)
- Just try yourself bro, one day you will be hero.(1 টি ভোট)