If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

আওয়ার অফ কোড

নির্দেশনা: নথির ব্যবহার!

তুমি শিখলে কীভাবে এই ফাংশনগুলো ব্যবহার করতে হয়: ellipse, rect, line, background, fill, stroke, strokeWeight এবং noStroke
এই সমস্ত কিছুর ব্যবহার তুমি কীভাবে মনে রাখবে? চিন্তা করার কিছু নেই, তোমাকে এতো কিছু মনে রাখতে হবে না!
যখন তুমি প্রোগ্রামিং করবে, তোমার জন্য সেই প্রোগ্রামিং এর নথিপত্র দেওয়া থাকবে যেখানে থাকবে কীভাবে ফাংশনগুলো ব্যবহার করতে হয়। খান একাডেমিতে, তুমি যেই প্রোগ্রামেই কাজ কর তার নিচে নথিপত্র খুঁজে পাবে:
এই GIF টি এই নথির স্ক্রোলিং ডাউন (নিচের দিকে নামা) দেখাচ্ছে এবং একই সাথে নির্দিষ্ট একটি পেজের ব্যবহার দেখাচ্ছে।
এই নথিপত্রে দেখানো হয়েছে ফাংশনগুলো কি ধরনের প্যারামিটার নেয় এবং এখানে একটি পেজের লিংকও দেওয়া আছে যেটাতে প্রত্যেকটি ফাংশনের আরও তথ্য ও উদাহরণ দেওয়া আছে। যদি তোমার কোনকিছু নিয়ে সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি সেগুলো দেখে নিতে পার।
তুমি যদি এই নথি থেকে কোন কিছু বুঝতে না পার তাহলে অস্থির হবার কিছ নেই — খান একাডেমির একদল কোডার আছে যারা তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। তোমার প্রকল্পে থাকা 'সাহায্যের জন্য আবেদন' (request help) বাটনে ক্লিক করে তুমি কি করতে চাইছ সেটা গুছিয়ে লেখার জন্য চেষ্টা কর এবং অপেক্ষা করে দেখো যে তারা তোমার কাজ সম্পর্কে কি বলে।
পরবর্তী অনুশীলনী: একটি প্রকল্প নির্বাচন!

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।