মূল বিষয়বস্তু
আওয়ার অফ কোড
কোর্স: আওয়ার অফ কোড > অধ্যায় 1
পাঠ 1: Drawing with code- আওয়ার অফ কোডে™ স্বাগতম!
- খান একাডেমিতে (KA) কোডিং করা শেখা
- কোড করে আঁকা
- নির্দেশনা: সংখ্যা পরিবর্তন (number scrubbing)
- চ্যালেঞ্জ: সাধারণ তুষার মানব (snowman)
- কোড করে আরও আকৃতি আঁকা
- চ্যালেঞ্জ: হাত বিশিষ্ট তুষার মানব
- কোড দিয়ে রঙ করা
- নির্দেশনা: রঙ নির্বাচন (color picking) করা
- চ্যালেঞ্জ: রৌদ্রজ্জ্বল তুষারাবৃত দিন
- নির্দেশনা: নথির ব্যবহার!
- একটি অঙ্কন প্রকল্প নেওয়া যাক!
- প্রকল্প: সুপার তুষারমানব
- প্রকল্প: বন্য প্রাণী
- প্রকল্প: আত্ম-প্রতিকৃতি
- আওয়ার অফ কোডের বাইরে থাকা কোড
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
নির্দেশনা: নথির ব্যবহার!
তুমি শিখলে কীভাবে এই ফাংশনগুলো ব্যবহার করতে হয়:
ellipse
, rect
, line
, background
, fill
, stroke
, strokeWeight
এবং noStroke
। এই সমস্ত কিছুর ব্যবহার তুমি কীভাবে মনে রাখবে? চিন্তা করার কিছু নেই, তোমাকে এতো কিছু মনে রাখতে হবে না!
যখন তুমি প্রোগ্রামিং করবে, তোমার জন্য সেই প্রোগ্রামিং এর নথিপত্র দেওয়া থাকবে যেখানে থাকবে কীভাবে ফাংশনগুলো ব্যবহার করতে হয়। খান একাডেমিতে, তুমি যেই প্রোগ্রামেই কাজ কর তার নিচে নথিপত্র খুঁজে পাবে:
এই নথিপত্রে দেখানো হয়েছে ফাংশনগুলো কি ধরনের প্যারামিটার নেয় এবং এখানে একটি পেজের লিংকও দেওয়া আছে যেটাতে প্রত্যেকটি ফাংশনের আরও তথ্য ও উদাহরণ দেওয়া আছে। যদি তোমার কোনকিছু নিয়ে সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি সেগুলো দেখে নিতে পার।
তুমি যদি এই নথি থেকে কোন কিছু বুঝতে না পার তাহলে অস্থির হবার কিছ নেই — খান একাডেমির একদল কোডার আছে যারা তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। তোমার প্রকল্পে থাকা 'সাহায্যের জন্য আবেদন' (request help) বাটনে ক্লিক করে তুমি কি করতে চাইছ সেটা গুছিয়ে লেখার জন্য চেষ্টা কর এবং অপেক্ষা করে দেখো যে তারা তোমার কাজ সম্পর্কে কি বলে।
পরবর্তী অনুশীলনী: একটি প্রকল্প নির্বাচন!
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।