মূল বিষয়বস্তু
আওয়ার অফ কোড
কোর্স: আওয়ার অফ কোড > অধ্যায় 1
পাঠ 1: Drawing with code- আওয়ার অফ কোডে™ স্বাগতম!
- খান একাডেমিতে (KA) কোডিং করা শেখা
- কোড করে আঁকা
- নির্দেশনা: সংখ্যা পরিবর্তন (number scrubbing)
- চ্যালেঞ্জ: সাধারণ তুষার মানব (snowman)
- কোড করে আরও আকৃতি আঁকা
- চ্যালেঞ্জ: হাত বিশিষ্ট তুষার মানব
- কোড দিয়ে রঙ করা
- নির্দেশনা: রঙ নির্বাচন (color picking) করা
- চ্যালেঞ্জ: রৌদ্রজ্জ্বল তুষারাবৃত দিন
- নির্দেশনা: নথির ব্যবহার!
- একটি অঙ্কন প্রকল্প নেওয়া যাক!
- প্রকল্প: সুপার তুষারমানব
- প্রকল্প: বন্য প্রাণী
- প্রকল্প: আত্ম-প্রতিকৃতি
- আওয়ার অফ কোডের বাইরে থাকা কোড
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
আওয়ার অফ কোডে™ স্বাগতম!
'আওয়ার অফ কোড' হল কম্পিউটার সাইন্স এডুকেশন সপ্তাহ এবং Code.org এর নেওয়া একটি পদক্ষেপ যার উদ্দেশ্য হল লক্ষ লক্ষ শিক্ষার্থীদের এক ঘণ্টায় কম্পিউটার সাইন্স এবং কম্পিউটার প্রোগ্রামিং শেখা সম্ভব এই ব্যাপারে প্রাথমিক ধারণা দেয়া। এটি তৈরি করেছে Pamela Fox
আলোচনায় অংশ নিতে চাও?
- some bangla lecture of electrical circuits(2 টি ভোট)
- আমার ইংরেজী শিখা অনেক জরুরী । তাই আমি ইংরেজী শিখতে চাই।(2 টি ভোট)
ভিডিও ট্রান্সক্রিপ্ট
## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## স্বাগতম আমি খান একাডেমি থেকে পামেলা বলছি। আর আমরা আজ এখানে
আওয়ার অফ কোড এর কাজ করবো। অসাধারণ! আমার এখনো মনে আছে,
যখন আমি জীবনে প্রথম কোডিং করি আমি খুব ছোট ছিলাম। এখন আমি প্রায় ১০ হাজারতম
আওয়ার অফ কোডিং এ পৌঁছে গেছি এবং এটা এখনো আগের মতই মজার। কোডিং শেখার অনেক উপায় আছে, এবং কোডিং এর মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারবে। যেমন গেইম বানানো, যদি তুমি প্যাকম্যান বা এংরি বার্ড বা মাইনক্রাফট পছন্দ কর, বা তোমার যদি বিজ্ঞান ভাল লাগে,
তুমি প্রোগ্রামিং ব্যবহার করে মহাবিশ্ব কিভাবে কাজ করে তা সবাইকে শিখতে সাহায্য করতে পারো। বা তুমি যদি চিকিৎসাবিজ্ঞান নিয়ে কাজ করতে চাও,
তুমি ডাক্তারদের মানুষের দেহের ভেতরে কি ঘটছে
সেটা বুঝতে সাহায্য করতে পারো। কারণ এটা সত্যিই অসাধারন। তুমি রোবট বানাতে পারো,
এমন গাড়ি বানাতে পারো যা নিজে নিজে চলে, তুমি উপাত্ত বিশ্লেষন করতে পারো, খান একাডেমির মত ওয়েবসাইট বানাতে পারো। আরো অনেক কিছুই করতে পারো। এখানে খান একাডেমিতে তুমি তোমার
আওয়ার অফ কোড এ শিখবে কিভাবে কম্পিউটারে ছবি আঁকা যায়। আমরা এত অল্প সময়ে সবকিছু হয়তো শেখাতে পারবো না, কিন্তু আশা করি তোমার প্রথম অভিজ্ঞতাটি মজার হবে এবং কোডিং এর প্রতি আগ্রহ বাড়বে। এসো দেখে নেই আমরা পরবর্তি এক ঘন্টায় কি করবো। প্রথমে তুমি এই ইন্টার-এক্টিভ টক-থ্রু গুলো দেখবে। এগুলো অনেকটা ভিডিওর মত,
যেখানে আমরা কোড লিখি, এবং লেখার সময় কি করছি তা আলোচনা করি। আর তুমি ডানপাশে দেখতে পাও যে কি হচ্ছে। তুমি এটাকে ভিডিও এর মত থামাতেও পারবে। কিন্তু, ভিডিওর চেয়ে ভালো, তুমি চাইলে আমাদের লেখা কোডগুলো পরিবর্তন করে দেখতে পারবে যে কি পরিবর্তন ঘটছে, এবং তারপর তুমি এগুলোকে আবার
ভিডিওর মত চালু করে দেখতে পারবে। এগুলোতে যেহেতু কথা আছে, তাই মনে রাখতে হবে তোমার স্পিকার বা হেডফোনের প্রয়োজন হবে যখন তুমি এগুলো দেখবে। এগুলো দেখা শেষ করার পর থাকবে কোডিং চ্যালেঞ্জ। সেখানে তুমি একটু আগে যা শিখলে তা চর্চা করতে পারবে, এবং সেটা শেষ করে পয়েন্ট অর্জন করতে পারবে, প্রতিটা ধাপ সম্পন্ন করে করে আগাতে হবে এখানে। চেষ্টা করবে যেন সবগুলো চ্যালেঞ্জ
পুরোপুরি শেষ করতে পারো। কিন্তু যদি তুমি শেষ করতে না পারো
তাহলে হতাশ হওয়ার কিছু নেই মন খারাপ না করে
পরবর্তি টক-থ্রুতে চলে যেতে পারো। এবং সবশেষে তুমি এমন একটি প্রকল্পে কাজ করবে যার কোন সঠিক উত্তর প্রয়োজন নেই কোডিং এর মজাটা বুঝতে পারা এবং শিখতে পারাটাই এখানে মূল লক্ষ্য। এই পুরো কাজটাতে তোমার যদি এক ঘন্টার বেশি সময় লাগে তাতেও কোন সমস্যা নেই। খান একাডেমিতে আমরা বিশ্বাস করি যে প্রত্যেককে
তার নিজের গতিতে শিখতে পারুক। আমরা এখানে সবসময়ই তোমাকে শিখতে অনুপ্রাণিত করবো। তোমার যতক্ষনই লাগুক না কেন। তো, তুমি প্রস্তুত? চলো কোডিং শুরু করি! ইয়াহু! ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##