If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

ওয়েবের জগতে স্বাগতম!

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।

ভিডিও ট্রান্সক্রিপ্ট

## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## স্বাগতম! এসো ওয়েব নিয়ে আলোচনা করি, তুমি এখন যেটি ব্যবহার করছো। ওয়েব হচ্ছে সংযুক্ত কম্পিউটারের সুবিশাল নেটওয়ার্ক। এই ২০১৪ সালে, বিলিয়নের থেকেও বেশি ওয়েবসাইট রয়েছে। এক বিলিয়ন! আমি যখন ছোট তখন এক মিলিয়ন ওয়েবসাইট ছিল আর আমরা ভাবতাম এটাই যথেষ্ট। আমরা ওয়েবসাইট কেন ব্যবহার করি? শুরুর দিকে, গবেষকরা তাদের গবেষণার কাজ শেয়ার করার জন্য এটি ব্যবহার করত। উচ্চ শক্তিসম্পন্ন পার্টিকেল কলাইডারের মত। কিন্তু এখন সবাই এটিকে সবকিছুর জন্যই ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার পরিবারের সাথে কথা বলতে পারো, একটি ফটো ওয়েবসাইট এর মাধ্যমে তোমার আদুরে বিড়ালের ছবি শেয়ার করতে পারো। একটি ভ্রমন ওয়েবসাইট এর মাধ্যমে তোমার ভ্রমণের স্থান নির্ধারণ করতে পারো। বা বিশ্বের কোথায় কী হচ্ছে তা একটি খবরের ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারো এবং অবশ্যই, খান একাডেমিতে শেখার জন্য এর ওয়েবসাইট ব্যবহার করতে পারো। এখন বলো, তোমার প্রিয় ওয়েবসাইট কোনটি? আরও সুন্দরভাবে যদি প্রশ্নটি করি। এমন একটি ওয়েবসাইট এর কথা বলো যা তুমি চাও, কিন্তু এখনও তৈরি হয়নি? হতে পারে তা তোমার নিজের সম্পর্কে বা তোমার পছন্দের কোনো জিনিসের ওয়েবসাইট। মজার বিষয় হলো তুমি নিজেই একটি ওয়েবসাইট প্রোগ্রাম করতে পারো। এবং এই খান একাডেমিতেই তুমি সেটা শিখতে পারবে। ভাবতে শুরু করো যে তুমি কী বানাতে চাও কারণ খুব শীঘ্রই তুমি এটি করতে যাচ্ছো। প্রথমত, ঠাণ্ডা মাথায় বসো এবং কিছু পরিভাষা সম্পর্কে ধারণা নাও। ওয়েব আসলে কী? যেমনটি আমি বলেছিলাম, এটি হচ্ছে সুবিশাল সংযুক্ত কম্পিউটার যাদের ওয়েবসাইট আছে। একটি কম্পিউটার যখন ওয়েব এ সংযুক্ত হয় এবং একটি ওয়েবসাইট দেখায়, আমরা সেই কম্পিউটারকে একটি সার্ভার বলি কারন এটি ওয়েবসাইট প্রদর্শন করছে। একটি ওয়েবসাইট তিনটি ভাষা দ্বারা লেখা হয়, HTML এর মাধ্যমে ওয়েবসাইট এর উপকরণ তৈরি করা হয়, CSS দিয়ে এটিকে সাজানো হয় ও জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে পারস্পরিক সক্রিয়তা তৈরি করা হয়। তোমার মত ব্যবহারকারীরা কীভাবে এটি দেখতে পায়? ওয়েবসাইট ব্রাউজ করার জন্য তুমি একটি অ্যাপ্লিকেশান ব্যবহার কর, যেমন ক্রোম, ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা এই অ্যাপ্লিকেশানগুলোকে ব্রাউজার বলি। সব ব্রাউজারই একইভাবে ওয়েবসাইট দেখানোর চেষ্টা করে, তবে তাদের মাঝে কিছু পার্থক্যও থাকে যেকারনে মাঝে মাঝে আমরা বলি “ওহ, মনে হয় এই ব্রাউজারে কোন ত্রুটি আছে।“ তুমি এ মুহূর্তে কোন ব্রাউজার ব্যবহার করছো? তুমি অবশ্যই সেই ব্রাউজারটি ল্যাপটপ, ফোন, ট্যাবলেট বা স্মার্ট টিভি এর মতো কোন যন্ত্র থেকে ব্যবহার করছো। আমরা ঐ যন্ত্রগুলোকে বলি ক্লায়েন্ট। বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকতে পারে, ছোট ক্লায়েন্ট থাকতে পারে কারো টাচ স্ক্রিন এবং অন্যদের কীবোর্ড থাকতে পারে, কিছু সাদা এবং কিছু কালো হতে পারে। সুতরাং সব ধরনের ক্লায়েন্ট এর জন্য ওয়েবসাইটকে ভালোভাবে কাজ করতে হবে তুমি এখন কোন ক্লায়েন্ট ব্যবহার করছো? এটাই হচ্ছে দুই মিনিটের ওয়েব। ওয়েব সম্পর্কে আরও অনেক জানার আছে, কিন্তু আমার মনে হয় এখন তোমাকে HTML এবং CSS লেখা শিখতে হবে যেন তুমি তোমার নিজের ওয়েবসাইট তৈরি করতে পারো। ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##