মূল বিষয়বস্তু
বীজগণিতের মৌলিক বিষয়
দ্বিপদী রাশির বিশেষ গুণফলের পুনরালোচনা
দুটি বর্গের বিয়োগফলের সূত্র অর্থাৎ (a+b)(a-b)=a^2-b^2 এবং দ্বিপদীর গুণের ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সাধারণ সূত্র যেমন (a+b)^2=a^2+2ab+b^2 এর পুনরালোচনা।
এ ধরনের দ্বিপদীর গুণ বারবার আসে, তাই কিছু সূত্র মনে রাখা জরুরী।
"বর্গের পার্থক্য" এর সূত্র:
আরও দুইটি সূত্র:
উদাহরণ 1
সমীকরণটি বিশ্লেষণ করো।
রাশিটি বর্গের পার্থক্যের সূত্র দিয়ে সমাধান করা যায়:
অতএব, উত্তর হল:
যদি তুমি প্যাটার্নটি বুঝতে না পার, কোন সমস্যা নেই। দ্বিপদী দুইটি স্বাভাবিক নিয়মে গুণ কর। ধীরে ধীরে তুমি প্যাটার্ন বুঝতে শিখবে।
লক্ষ্য কর কীভাবে "মধ্যপদ" বাতিল হয়ে যাচ্ছে।
আরেকটি উদাহরণ চাও? এই ভিডিওটি দেখ।
উদাহরণ 2
সমীকরণটি বিশ্লেষণ করো।
রাশিটি এই সূত্রের সাথে মিলে যায়ঃ
অতএব, উত্তর হল:
যদি তুমি প্যাটার্নটি বুঝতে না পার, কোন সমস্যা নেই। দ্বিপদী দুইটি স্বাভাবিক নিয়মে গুণ কর। ধীরে ধীরে তুমি প্যাটার্ন বুঝতে শিখবে।
আরেকটি উদাহরণ দেখতে চাও? এই ভিডিওটি দেখ।
উদাহরণ 3
সমীকরণটি বিশ্লেষণ করো।
রাশিটি বর্গের পার্থক্যের সূত্র দিয়ে সমাধান করা যায়:
অতএব, উত্তর হল:
যদি তুমি প্যাটার্নটি বুঝতে না পার, কোন সমস্যা নেই। দ্বিপদী দুইটি স্বাভাবিক নিয়মে গুণ কর। ধীরে ধীরে তুমি প্যাটার্ন বুঝতে শিখবে।
লক্ষ্য কর কীভাবে "মধ্যপদ" বাতিল হয়ে যাচ্ছে।
আরও অনুশীলন করতে চাও? এই পরিচিতি অনুশীলনীটি এবং এই কিছুটা জটিল অনুশীলনীটি দেখো।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।