If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

দ্বিপদী রাশির বিশেষ গুণফলের পুনরালোচনা

দুটি বর্গের বিয়োগফলের সূত্র অর্থাৎ  (a+b)(a-b)=a^2-b^2 এবং দ্বিপদীর গুণের ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সাধারণ সূত্র যেমন  (a+b)^2=a^2+2ab+b^2 এর পুনরালোচনা।
এ ধরনের দ্বিপদীর গুণ বারবার আসে, তাই কিছু সূত্র মনে রাখা জরুরী।
"বর্গের পার্থক্য" এর সূত্র:
(a+b)(ab)=a2b2
আরও দুইটি সূত্র:
(a+b)2=a2+2ab+b2(ab)2=a22ab+b2

উদাহরণ 1

সমীকরণটি বিশ্লেষণ করো।
(c5)(c+5)
রাশিটি বর্গের পার্থক্যের সূত্র দিয়ে সমাধান করা যায়:
(a+b)(ab)=a2b2
অতএব, উত্তর হল:
(c5)(c+5)=c225
যদি তুমি প্যাটার্নটি বুঝতে না পার, কোন সমস্যা নেই। দ্বিপদী দুইটি স্বাভাবিক নিয়মে গুণ কর। ধীরে ধীরে তুমি প্যাটার্ন বুঝতে শিখবে।
(c5)(c+5)=c(c)+c(5)5(c)5(5)=c(c)+5c5c5(5)=c225
লক্ষ্য কর কীভাবে "মধ্যপদ" বাতিল হয়ে যাচ্ছে।
আরেকটি উদাহরণ চাও? এই ভিডিওটি দেখ

উদাহরণ 2

সমীকরণটি বিশ্লেষণ করো।
(m+7)2
রাশিটি এই সূত্রের সাথে মিলে যায়ঃ
(a+b)2=a2+2ab+b2
অতএব, উত্তর হল:
(m+7)2=m2+14m+49
যদি তুমি প্যাটার্নটি বুঝতে না পার, কোন সমস্যা নেই। দ্বিপদী দুইটি স্বাভাবিক নিয়মে গুণ কর। ধীরে ধীরে তুমি প্যাটার্ন বুঝতে শিখবে।
(m+7)2=(m+7)(m+7)=m(m)+m(7)+7(m)+7(7)=m(m)+7m+7m+7(7)=m2+14m+49
আরেকটি উদাহরণ দেখতে চাও? এই ভিডিওটি দেখ

উদাহরণ 3

সমীকরণটি বিশ্লেষণ করো।
(6wy)(6w+y)
রাশিটি বর্গের পার্থক্যের সূত্র দিয়ে সমাধান করা যায়:
(a+b)(ab)=a2b2
অতএব, উত্তর হল:
(6wy)(6w+y)=(6w)2y2=36w2y2
যদি তুমি প্যাটার্নটি বুঝতে না পার, কোন সমস্যা নেই। দ্বিপদী দুইটি স্বাভাবিক নিয়মে গুণ কর। ধীরে ধীরে তুমি প্যাটার্ন বুঝতে শিখবে।
(6wy)(6w+y)=6w(6w)+6w(y)y(6w)y(y)=6w(6w)+6wy6wyy(y)=36w2y2
লক্ষ্য কর কীভাবে "মধ্যপদ" বাতিল হয়ে যাচ্ছে।
আরও অনুশীলন করতে চাও? এই পরিচিতি অনুশীলনীটি এবং এই কিছুটা জটিল অনুশীলনীটি দেখো।

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।