মূল বিষয়বস্তু
পাটিগণিত (সকল বিষয়বস্তু)
গুণের সংযোগ বিধি পর্যালোচনা
গুণের সংযোগ বিধির মৌলিক ধারণার পুনরালোচনা কর এবং কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।
সংযোগ বিধি কী?
সংযোগ বিধি হল এমন গাণিতিক নিয়ম যেখানে বলা হয়েছে, গুণের ক্ষেত্রে পদগুলোর দলভুক্তকরণ, এর ফলাফলে কোন প্রভাব ফেলে না।
উদাহরণঃ
চল প্রথমে এবং কে একই দলে রাখি। আমরা ধাপে ধাপে রাশিটির মান নির্ণয় করতে পারব।
চল এখন এবং কে একই দলে রাখি।
পুনরায় দলভুক্ত করলে ফলাফল পরিবর্তন হয় না!
সংযোগ বিধি সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখো।
জানতে চাও সংযোগ বিধি কেন সহায়ক? এই নিবন্ধটি দেখো।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।