মূল বিষয়বস্তু
পাটিগণিত
Course: পাটিগণিত > Unit 4
Lesson 8: মিশ্র সংখ্যা- মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর
- অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর
- মিশ্র সংখ্যা এবং অপ্রকৃত ভগ্নাংশকে পুনরায় লেখা
- মিশ্র সংখ্যা এবং অপ্রকৃত ভগ্নাংশ পর্যালোচনা
- অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র সংখ্যার তুলনা
- ভগ্নাংশ এবং মিশ্র সংখ্যার তুলনা
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
মিশ্র সংখ্যা এবং অপ্রকৃত ভগ্নাংশ পর্যালোচনা
মিশ্র সংখ্যাকে কীভাবে অপ্রকৃত সংখ্যা এবং অপ্রকৃত সংখ্যাকে মিশ্র সংখ্যা আকারে লেখা যায় তা পুনরালোচনা কর। এরপর কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।
অপ্রকৃত ভগ্নাংশ কী?
অপ্রকৃত ভগ্নাংশ হল এমন ভগ্নাংশ যেখানে লব হরের বড় অথবা সমান।
নিচে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দেওয়া হল:
মিশ্র সংখ্যা কী?
মিশ্র সংখ্যা হল এমন সংখ্যা যার একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে।
নিচে মিশ্র সংখ্যার উদাহরণ দেওয়া হল:
মিশ্র সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে লেখা
3, start fraction, 4, divided by, 5, end fraction কে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে লিখ।
মিশ্র সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে লেখা সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখ।
এরকম আরও সমস্যা সমাধান করতে চাও? এই অনুশীলনীটি দেখ।
অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ হিসেবে লেখা
start fraction, 10, divided by, 3, end fraction কে মিশ্র সংখ্যা হিসেবে লিখ।
চল দেখি start fraction, 10, divided by, 3, end fraction থেকে কতগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যায়।
অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র সংখ্যা হিসেবে লেখা সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখ।
এরকম আরও সমস্যা সমাধান করতে চাও? এই অনুশীলনীটি দেখ।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।