মূল বিষয়বস্তু
পাটিগণিত
Course: পাটিগণিত > Unit 4
Lesson 14: ভগ্নাংশের গুণ2 টি ভগ্নাংশের গুণ: 5/6 x 2/3
কীভাবে ভগ্নাংশের ভাগ করতে হয়?
ভগ্নাংশের ভাগের প্রথম ধাপ হল ভগ্নাংশ দুইটির লবকে গুণ করা। দ্বিতীয় ধাপ হলো হর দুইটিকে গুণ করা। সবশেষে, নতুন ভগ্নাংশটিকে সরলীকরণ করতে হবে। তুমি চাইলে গুণ করার আগেই লব এবং হরকে সরলীকরণ করতে পার। গুণ করার আগেই সরলীকরণ করলে পরবর্তীতে আর বড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে না।
। এটি তৈরি করেছে স্যাল (সালমান) খান এবং মনেটারি ইন্সটিটিউট ফর টেকনোলজি অ্যান্ড এডুকেশনআলোচনায় অংশ নিতে চাও?
- mam এটি কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করব(1 টি ভোট)