মূল বিষয়বস্তু
সমতুল ভগ্নাংশ পর্যালোচনা
সমতুল ভগ্নাংশের গুণ পুনরালোচনা কর এবং কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।
সমতুল ভগ্নাংশ
ভগ্নাংশসমূহ তখনই সমতুল হবে যখন তারা সমান হবে অথবা তাদের মান একই হবে।
সমতুল ভগ্নাংশ আরও ভালভাবে বুঝতে চাও? এই ভিডিওটি দেখো।
গুণের মাধ্যমে সমতুল ভগ্নাংশ নির্ণয়
চল একটি উদাহরণ দেখি।
নিচে এর পরিবর্তে কোন সংখ্যা লেখা যাবে?
প্রথমে, আমাদের দেখতে হবে কোন সংখ্যা দিয়ে কে গুণ করলে গুণফল হয়ঃ
এরপর, হর দিয়ে লবকে গুণ করতে হবে:
সমতুল ভগ্নাংশ সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখো।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।