মূল বিষয়বস্তু
প্রাথমিক জ্যামিতি
স্থানান্তর পর্যালোচনা
স্থানান্তরের মৌলিক বিষয়গুলো পর্যালোচনা কর এবং কিছু স্থানান্তর অনুশীলন কর।
স্থানান্তর কী?
স্থানান্তর হল এমন এক ধরনের রূপান্তর যেখানে কোন আকৃতির প্রতিটি বিন্দুকে একই দূরত্বে একই দিকে সরানো হয়।
এখানে triangle, X, Y, Z কে নীল ত্রিভুজে স্থানান্তর করা হয়েছে।
ফলাফলটি হল নতুন একটি আকৃতি, যাকে বলা হয় প্রতিচ্ছবি। প্রতিচ্ছবিটি প্রকৃত আকৃতির সর্বসম।
বিভিন্ন প্রকারের রূপান্তর সম্পর্কে জানতে চাও? এই ভিডিওটি দেখ।
স্থানান্তর করণ
একটি আকৃতিকে x অক্ষ বরাবর অনুভূমিকভাবে এবং y অক্ষ বরাবর উলম্বভাবে স্থানান্তর করা যায়।
উদাহরণঃ
triangle, L, M, N কে x অক্ষ বরাবর minus, 4 একক এবং y অক্ষ বরাবর minus, 2 একক স্থানান্তর কর।
x অক্ষ বরাবর minus, 4 একক স্থানান্তর করার অর্থ হল বাম দিকে 4 একক সরানো এবং y অক্ষ বরাবর minus, 2 একক স্থানান্তরের অর্থ হল নিচের দিকে 2 একক সরানো।
এখানে triangle, L, M, N কে নিচের ত্রিভুজে স্থানান্তর করা হয়েছে।
স্থানান্তরকরণ সম্পর্কে আরও শিখতে চাও? এই ভিডিওটি দেখ।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।