If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

জাল ব্যবহার করে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় কর

সমস্যা

এই আয়তাকার প্রিজমটি লক্ষ্য কর।
আকৃতিটি দিয়ে একটি আয়তকার প্রিজম নির্দেশ করা হয়েছে। বাম এবং ডান দিকের তলকে যুক্তকারী রেখার দৈর্ঘ্য 2 একক। উপরের এবং নিচের তলকে যুক্তকারী রেখার দৈর্ঘ্য 3 একক। পিছনের এবং সামনের তলকে যুক্তকারী রেখার দৈর্ঘ্য 5 একক।
নিচের জাল ব্যবহার করে আয়তকার প্রিজমের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় কর।
এই আকৃতিটি একটি আয়তকার প্রিজমের পৃষ্ঠতলের জাল নির্দেশ করে। এখানে জালে একই সারিতে চারটি আয়তক্ষেত্র আছে, যেখানে বাম থেকে দ্বিতীয় আয়তক্ষেত্রের উপরে এবং নিচে একটি করে আয়তক্ষেত্র আছে। সর্ববামের আয়তক্ষেত্রের নিচের পাশের দৈর্ঘ্য 3 একক। বাম থেকে দ্বিতীয় আয়তক্ষেত্রের নিচের পাশের দৈর্ঘ্য 2 একক। বাম থেকে দ্বিতীয় আয়তক্ষেত্রের ডান পাশের দৈর্ঘ্য 5 একক। দ্বিতীয় আয়তক্ষেত্রের নিচের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাম পাশের দৈর্ঘ্য 3 একক।
  • তোমার উত্তর হবে
  • পূর্ণ সংখ্যা, যেমন 6
  • একদম পূর্নাঙ্গ দশমিক, যেমন 0.75
  • একটি সরলীকৃত প্রকৃত ভগ্নাংশ, যেমন 3/5
  • একটি সরলীকৃত অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 7/4
  • একটি মিশ্র সংখ্যা, যেমন 1 3/4
একক2