সবগুলো দক্ষতার পরের ধাপে যাও এবং 800 পর্যন্ত মাস্টারি পয়েন্ট অর্জন কর!
এই অধ্যায় সম্পর্কিত
পিথাগোরাসের উপপাদ্যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যকার বিশেষ একটি সম্পর্কের কথা বলা হয়েছে। সেই প্রাচীনকাল থেকেই মানুষ এই সম্পর্কের কথা জানত। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটির ব্যবহার শিখব এবং এটি প্রমাণ করে দেখাব।