মূল বিষয়বস্তু
ষষ্ঠ শ্রেণি (NCTB)
Course: ষষ্ঠ শ্রেণি (NCTB) > Unit 2
Lesson 2: অনুশীলনী ২.২ [শতকরা বা শতাংশ]শতকরাকে দশমিকে রূপান্তর: 59.2%
দশমিককে শতকরা আকারে লেখা যায়। শতকরা মানে হল প্রতি একশতে। অতএব, আমরা একটি দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করে সমতুল্য শতকরা পেতে পারি। এরপর আমরা একটি শতকরা (%) চিহ্ন যোগ করি। উদাহরণস্বরূপ 0.8 কে শতকরা রূপে লেখার উপায় হল 0.8✕100। অতএব 0.8=80%। 100 দিয়ে গুণ করার আরেকটি উপায় হল দশমিককে দুই ঘর ডানে সরানো। এটি তৈরি করেছে স্যাল (সালমান) খান
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।