মূল বিষয়বস্তু
দ্বিতীয় শ্রেণি
Course: দ্বিতীয় শ্রেণি > Unit 7
Lesson 3: রেখাচিত্ররেখাচিত্র পাঠ কর
রেখাচিত্র হলো এক ধরনের লেখচিত্র যেখানে সংখ্যারেখা ব্যবহার করে উপাত্ত প্রদর্শন করা হয়। রেখাচিত্র তৈরিতে, প্রথমে এমন একটি সংখ্যারেখা তৈরি করতে হবে যেখানে উপাত্ত সারণির সবগুলো মানই থাকবে। এরপর, সংখ্যারেখার প্রতিটি মানের উপর একটি X (অথবা বিন্দু) স্থাপন করতে হবে। উপাত্ত সারণিতে যদি একটি মান একাধিকবার থাকে তবে যতবার থাকবে ততবার ঐ সংখ্যার উপর একটি করে Xs বসাতে হবে।।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।