সবগুলো দক্ষতার পরের ধাপে যাও এবং 400 পর্যন্ত মাস্টারি পয়েন্ট অর্জন কর!
এই অধ্যায় সম্পর্কিত
আমরা জানি যে 3x2x 5 =30 । তাই 2,3 ও 5 হলো 30 এর উৎপাদক বা গুণনীয়ক এবং 2,3 ও 5 প্রত্যেকের গুণিতক হলো 30 । যদি কোন সংখ্যার উৎপাদক শুধু সেই সংখ্যা ও 1 হয়, তবে তাকে "মৌলিক" সংখ্যা বলা হয় । ভেবো না, এই বিষয়ের টিউটোরিয়ালে এ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে । এছাড়াও আমরা কিছু গাণিতিক প্যাটার্ন ও দেখবো ।