সবগুলো দক্ষতার পরের ধাপে যাও এবং 2200 পর্যন্ত মাস্টারি পয়েন্ট অর্জন কর!
এই অধ্যায় সম্পর্কিত
তৃতীয় শ্রেণি গুণ এবং ভাগের যে অভিযান শুরু হয়েছিল এখন আমরা সেটা নিয়েই এগিয়ে যাব। আমরা পূর্ণ সংখ্যার গুণ এবং ভাগ সম্পর্কে চিন্তা করব এবং আবিষ্কার করব যে ভাগ করার সময় কিছু অংশ বাকি, অথবা অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়। এই টিউটোরিয়ালগুলো তোমাকে বহু অঙ্কের সংখ্যার গুণ, ভাগ এবং শব্দের সমস্যা সমাধানেও সাহায্য করবে। চল আমরা এটা করে ফেলি!