মূল বিষয়বস্তু
ষষ্ঠ শ্রেণি
কোর্স: ষষ্ঠ শ্রেণি > অধ্যায় 2
পাঠ 7: ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগভগ্নাংশের ভাগ: 3/5 ÷ 1/2
দু'টি ভগ্নাংশের ভাগ আর প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশের সাথে গুণ করা একই কথা। ভগ্নাংশের ভাগের প্রথম ধাপ হল দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ চিহ্নিত করা (হর এবং লব কে উলটে দেওয়া)। এরপর, লবগুলোকে গুণ করা এবং তারপর হরগুলোকে গুণ করা। সবশেষে, প্রয়োজনে ভগ্নাংশটিকে সরল করা। এটি তৈরি করেছে স্যাল (সালমান) খান এবং মনেটারি ইন্সটিটিউট ফর টেকনোলজি অ্যান্ড এডুকেশন
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।