মূল বিষয়বস্তু
ষষ্ঠ শ্রেণি
সূচকের সংক্রান্ত পর্যালোচনা
সূচকের মৌলিক ধারণা পুনরালোচনা কর এবং কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।
সুচক এবং ভিত্তি
সূচক এবং ভিত্তি দেখতে কেমন তা এখানে দেওয়া হল:
একটি সংখ্যার উপরে এবং ডানে লেখা ছোট সংখ্যাটিকে start color #e07d10, start text, স, ূ, চ, ক, end text, end color #e07d10 বলে। সূচকের নিচের সংখ্যাটিকে start color #11accd, start text, ভ, ি, ত, ্, ত, ি, end text, end color #11accd বলে। এই উদাহরণে, ভিত্তি start color #11accd, 4, end color #11accd এবং সূচক start color #e07d10, 3, end color #e07d10।
সূচক সম্পর্কে আর জানতে চাও? এই ভিডিওটি দেখ।
সূচকের মান নির্ণয় করি
কোন ভিত্তিকে সেই সংখ্যা দিয়েই কতবার গুণ করতে হবে সূচক তা নির্দেশ করে।
উদাহরণ অনুযায়ী, start color #11accd, 4, end color #11accd, start superscript, start color #e07d10, 3, end color #e07d10, end superscript দিয়ে বোঝা যায় ভিত্তি start color #11accd, 4, end color #11accd কে তার নিজের সাথে start color #e07d10, 3, end color #e07d10 বার গুণ করতে হবে:
সুচক শূন্য হলে কী হবে?
কোন ভিত্তির সূচক শূন্য হলে তা 1 এর সমান হবে।
উদাহরণস্বরূপ, 7, start superscript, 0, end superscript, equals, 1 ।
কেন তা জানতে এই ভিডিওটি দেখ।
আলোচনায় অংশ নিতে চাও?
- ata jodi 0 na hoea suchuk 1 hoi ta hole ki hobe??(1 টি ভোট)