সবগুলো দক্ষতার পরের ধাপে যাও এবং 2000 পর্যন্ত মাস্টারি পয়েন্ট অর্জন কর!
এই অধ্যায় সম্পর্কিত
গণিতের সবচেয়ে মৌলিক শাখা হচ্ছে পাটিগণিত। সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ নিয়ে পাটিগণিতের কাজ। পূর্ণ সংখ্যা দিয়ে এই কাজগুলো করা যদিও আমরা খুব সহজ মনে করি, কিন্তু এখন এই সংখ্যাগুলোর সাথে আমরা দশমিক ও ভগ্নাংশও মেশাবো। এছাড়া সামনে এগোনোর জন্য আমাদের আরো যা শিখতে হবে, যেমন সূচকের ধারনা, আমরা সেগুলোর সাথেও পরিচিত হবো। তাহলে চল গণিতের জগতে ভ্রমণের জন্য প্রস্তুত হওয়া যাক!